ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

আমতলিতে মির্জাগঞ্জ দরবার শরীফের দান বাক্সের টাকা চুরি

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৫:৫৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৬:৪৬:১৪ অপরাহ্ন
আমতলিতে মির্জাগঞ্জ দরবার শরীফের দান বাক্সের টাকা চুরি
এসএম সুমন রশিদ,আমতলি(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলিতে পৌর শহরের মহিলা কলেজ রোডের তিনটি দোকানের সামনে ঝুলিয়ে রাখা তিনটি মির্জাগঞ্জ মরহুম ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রঃ) দরবারের দানবাক্স কেটে মানতের টাকা-পয়সা অজ্ঞাত চোর  চুরির ঘটনা ঘটিয়েছে। এমনটাই অভিযোগ দরবার কতৃপক্ষ ও দোকানদারদের।

গতকাল(৯ জুলাই)মঙ্গলবার গভির রাতে  মির্জাগঞ্জ মরহুম ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রঃ) দরবারের দানবাক্স কেটে অজ্ঞাত চোর মানতের টাকা পয়সা চুরি করেছে এমনটাই জানাগেছে।

সরেজমিনে দেখা গেছে,(৯ জুলাই )বুধবার সন্ধ্যার পুর্বে মহিলা কলেজ রোডের কওমি মাদ্রাসার স্টলের ভারাটিয়া আল নাজিবা ড্রাই এন্ড ক্লিনার ও  চায়ের দোকানদার রুবেলের দোকানে কিছু কাস্টমার চা খেতে আসলে তখন  দানবাক্সটি কাটা অবস্থায় রয়েছে  তাদের চোখের নজরে পরে।ওই  কাস্টমারদের মধ্যেই পাশের দোকানের মালিক মো: দেলোয়ার এর চায়ের দোকানের দানবাক্সটিও দেখেন  কাটা অবস্থায়  । পরে তিনি এলাকার দোকানদার  ও কাস্টমারদের বিষয়টি  জানান। পরে পাশের দোকানগুলোতে থাকা  দানবাক্সগুলো খতিয়ে দেখতে থাকেন তারা।

একপর্যায় মো: মতি খা নামের এক রিং স্লাবের দোকানদারের  কাছে দানবাক্সটি দেখতে গেলে তিনি বলেন তার দোকানে থাকা দানবাক্সটিও কেটে টাকা পয়সা নিয়ে গেছে।তবে কে বা কাহারা এ চুরির সাথে জরিত কেহই বলতে পারেনা।

আমতলি মহিলা কলেজ রোডের রিং- স্লাব ব্যবসায়ী মতি খা বলেন,আমরা রাত ১০ টার আগেই দোকানপাট বন্ধ করে বাড়ি যাই। কোন পাহারাদারও নেই।তবে বেশি রাতে বিনা প্রয়োজনে যারা ঘোরাফেরা করে তাদের পুলিশও সন্দেহ করে।

কওমি মাদ্রাসার দোকানদার রুবেল বলেন,আমরা ৯টা ১০ টার দিকে  দোকান আটকিয়ে বাড়ি যাই।তারপর কে বা কাহারা একাজ করে তা আমরা জানিনা।

দোকানদার পাশা বলেন, একজন ওলির দরবারের টাকা কিভাবে চুরি করে। একাজ  নেশাখোর ছারা সম্ভব না।

এ ব্যাপারে মির্জাগঞ্জ মরহুম ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রঃ) দরবারের দানবাক্স আদায়কারী মো: ফোরকান মাঝি (কার্ড নং- ১৫২/ ইসি নং- ১৭৪৭৭)বলেন,এ চুরির বিষয় সুস্পষ্ট কোন তথ্য ছাড়া আইনি কোনো পদক্ষেপ নিতে পারছিনা।ধারনা মতে যারা নেশায় আসক্ত এবং গভীর রাতে অহেতুক  ঘোরাফেরা করে বা পাগল বেশে চলে তাদের দ্বারা একাজ সম্ভবতর।একজন আল্লাহর অলির দরবারে এতিমের জন্য ধানের টাকা পয়সা চুরি করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে আমতলি থানা অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন,এ বিষয় সুনিদৃষ্ট অভিযোগ পেলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।আমাদের পুলিশ বাহিনির সদস্যরা নাইট ডিউটিতে যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেয়া আছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য