জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন পুরান ঢাকার চকবাজারের বর্বর এই হত্যাকাণ্ডের পর এই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগের মাধ্যমে একটি নির্বাচনকালীন সরকার গঠন করার দাবী জানান তিনি। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে কাজী মামুন বলেন, এমন হত্যাকাণ্ড জাতিকে রক্তাক্ত করেছে। এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি আবারও স্পষ্ট হয়েছে। পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে। একটি চক্র এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হয়েছে, যা নিয়ন্ত্রণের ক্ষমতা এ সরকারের নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যাবধি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি ।
বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন দেশপ্রেমিক সেনাবাহিনীকে অতীতের মতো অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ একটি নির্বাচনকালীন সরকার গঠন ও সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ভূমিকা রাখতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

পুরান ঢাকার এই হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগের বর্বরতাকে হার মানিয়েছে-কাজী মামুনূর রশিদ
- আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৫৯:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৫৯:৫০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ