ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নারায়ণগঞ্জে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু ষড়যন্ত্র করে লাভ নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন- ফারুক নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু ২ চিকিৎসক আটক ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল, ১০ দফা ঘোষণা ডেমরায় শহীদ আবু সাঈদ মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই- রাশেদ প্রধান প্রকৌশলীদের অধিকার রক্ষায় আইইবির বিবৃতি ৩ মাস পরও খুলছে না রহস্যের জট হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন
শিক্ষার্থী ১০ শিক্ষক-কর্মচারী ১২

নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১২:৫৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১২:৫৭:৪৫ অপরাহ্ন
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়
স্বরূপকাঠি থেকে এম. ইসলাম জাহিদ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কাগজে-কলমে ১৩০ জন দেখানো হলেও বাস্তবে শ্রেণিকক্ষে পাওয়া যায় গড়ে মাত্র ৭-১০ জন। অথচ এখানে রয়েছেন ৯ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ছয় জন শিক্ষার্থী, পাস করে মাত্র একজন। ৬ জনের মধ্যে ৫ জনই বিবাহিত। স্থানীয়রা বলছেন, এমন ভয়াবহ ফলাফল ও শিক্ষার্থী সংকটের জন্য দায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পর্ষিয়া রানী হালদার ও বিদ্যালয়ের কেরানি আব্দুল জলিলের অনিয়মতান্ত্রিক পরিচালনা। প্রতি মাসে দু’একদিনে সারা মাসের হাজিরা দেয়া হয়। শ্রেণিকক্ষে নেই শিক্ষার্থী, তবু হাজিরা খাতায় উপস্থিতি। সাম্প্রতিক সময়ে সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, ষষ্ঠ ও নবম শ্রেণির কক্ষে কোনো শিক্ষার্থী নেই। কক্ষগুলো ধুলায় ঢাকা। দশম শ্রেণিতে দুইজন, অষ্টমে পাঁচজন এবং সপ্তমে তিনজন শিক্ষার্থী ছিল। অথচ হাজিরা খাতায় অনেক নাম থাকা সত্ত্বেও বাস্তবে তারা উপস্থিত নয়। শিক্ষকদের কাছে যখন শ্রেণিশিক্ষকের নাম জানতে চাওয়া হয়, কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। হাজিরা খাতা দেখাতেও গড়িমসি করেন তারা। পরবর্তীতে খাতা দেখে পাওয়া যায়, বহু ছাত্রীর নাম রয়েছে যারা দীর্ঘদিন বিদ্যালয়ে আসে না, এমনকি কেউ কেউ আদৌ এই স্কুলের ছাত্রী নন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মালা দাস জানান, প্রতিদিন গড়ে ১০-১২ জন শিক্ষার্থী উপস্থিত হয়, কখনও তা নেমে আসে ৭-৮ জনে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পর্ষিয়া রানী হালদার নিজের ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করছেন। কেরানি আব্দুল জলিলের প্রভাব এতটাই যে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও তার কথার বাইরে যেতে পারেন না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পর্ষিয়া রানী হালদার স্বীকার করেন, আমাদের স্কুলে শিক্ষার্থী কম, তাই কাগজে-কলমে সংখ্যা বেশি দেখাতে হয়। জলিলের বাড়ি কাছেই, আমার দূরে। তাই তার কথাই মানতে হয়। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, আমি এখানে নতুন যোগ দিয়েছি। অচিরেই তদন্ত করে ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের ফল বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। খুব শিগগিরই অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে বৈঠক ডাকা হবে। পিরোজপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিভাবকদের প্রশ্ন বিদ্যালয়ে শিক্ষার্থী নেই, অথচ শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন কীভাবে উত্তোলন হচ্ছে? স্থানীয়দের দাবি প্রশাসনের হস্তক্ষেপেই কেবল বিদ্যালয়ের অনিয়ম ও সংকট নিরসন সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ