
ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ


ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ দিয়েও পাঁচ বছরের শিশু সাদাবকে বাঁচাতে পারেনি পরিবার। নিখোঁজের চার দিন পর গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে জঙ্গলে এবং পুকুরপাড় থেকে শিশুটির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, শুক্রবার উপজেলার পাগলার দিঘীরপাড় গ্রামের নানাবাড়ি থেকে প্রবাসী আল আমিনের ৫ বছরের ছেলে সাদাব নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা ফোনে ৭০ হাজার টাকা দাবি করলে ২৮ হাজার টাকা দেয় পরিবার। গফরগাঁও রেলস্টেশনের পাশে সিএনজি স্টেশনে সাদাবকে রেখে যাবে বলে জানায় অপহরণকারীরা। পরে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ