ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫
নজর এড়ালে ঘটবে মারাত্মক দুর্ঘটনা

পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৪:৩৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৪:৩৩:৫০ অপরাহ্ন
পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ
এম. ইসলাম জাহিদ, স্বরূপকাঠি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি বাজার ও সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের সংযোগস্থলে বয়া নদীর ওপর অবস্থিত আয়রন ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা এ ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। অথচ এ ব্রিজটির উপর দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। স্থানীয় সূত্র জানায়, বহু বছর আগে নির্মিত এ ব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। মরিচা ধরা অবকাঠামোর উপর ভাঙা সিøপার তার উপর ভারী মালবাহী ট্রলারের বারংবার ধাক্কায় এটি নড়বড়ে অবস্থায় টিকে ছিল। কিন্তু কয়েকদিন পূর্বে আবারও একটি ট্রলারের ধাক্কায় ব্রিজটি একপাশে কাত হয়ে গেছে। এর পর থেকে মোটরবাইক চলাচল বন্ধ হলেও সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা এখনো জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ ব্যবহার করছে। উল্লেখ্য, এ ব্রিজটি শুধু বলদিয়া ইউনিয়ন নয়, আশপাশের কয়েকটি ইউনিয়নের সঙ্গে নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ রক্ষা করছে। বয়া নদী পারাপারে বিকল্প কোনো নিরাপদ ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে চলাচল করছে। এদিকে ইউনিয়নের জনপ্রতিনিধিরা বরাদ্দ জটিলতার কথা তুলে ধরে বলছেন, এটি দুটি ইউনিয়নের সীমান্তবর্তী সংযোগ ব্রিজ হওয়ায় আলাদা কোনো ইউনিয়নের এককভাবে উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। জনগণের দাবি, যেকোনো মূল্যে এ ব্রিজ দ্রুত সংস্কার করতে হবে। শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে কোনো একদিন বড় দুর্ঘটনা ঘটবে। তখন প্রশাসন দায় এড়াতে পারবে না। তাই অনতিবিলম্বে এ আয়রন ব্রিজটি সংস্কার কিংবা পুনর্নির্মাণ জরুরি। সংশ্লিষ্টরা নজর এড়ালে তা হতে পারে বড় বিপর্যয়ের কারণ। এলাকাবাসীর জোর দাবি কর্তৃপক্ষ অবিলম্বে ব্রিজটি পরিদর্শন করে পুনঃনির্মাণের উদ্যোগ নেবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য