ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ
রাজশাহী মেডিকেল

গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৪:৩৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৪:৩৭:০১ অপরাহ্ন
গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা
রাজশাহী প্রতিনিধি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে হাসপাতালের প্রধান ফটক ও জরুরি বিভাগে জমেছে পানি। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে এমন চিত্র দেখা যায়। এসময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পড়তে হয় মারাত্মক ভোগান্তিতে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯০ মিলিমিটার। আগামী আরও দুই একদিন বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেখা গেছে, গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত কয়েক দফা বৃষ্টির পর হাসপাতালের বহির্বিভাগের সামনে এবং গেটের আশপাশে প্রায় হাঁটুপানি জমেছে। এতে অনেকেই ভিজে রোগী নিয়ে হাসপাতালে ঢুকছেন। হুইল চেয়ার ও স্ট্রেচারে থাকা রোগীদের বৃষ্টির মধ্যে পানি ঠেলে বহির্বিভাগে প্রবেশ করতে দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা রোগীর স্বজন আমিরুল ইসলাম জানান, সকাল থেকে অপেক্ষা করে দুপুরের দিকে সিরিয়াল পাই। কিন্তু তখন পুরো চত্বর পানিতে তলিয়ে যায়। একদিকে রোগীকে নিয়ে দুশ্চিন্তা, তার ওপর পানি ও কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রাস্তাটা উঁচু করলে আর ড্রেন ঠিক থাকলে এমন হতো না। এসময় দেখা যায়, অনেক নারী ও শিশু ভিজে ভেতরে ঢুকছে। অনেকে আবার জুতা খুলে কাদা পানি ঠেলেই এগিয়ে যাচ্ছে। পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই এমন পরিস্থিতি হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নগরীর মেহেরচন্ডী থেকে ডাক্তার দেখাতে এসেছেন নাসিমা বেগম। তিনি বলেন, সকালে ডাক্তারের কাছে ভিজে ভিজে গেছি। এখান আবার বের হয়েও দেখি পানি। দ্রুত পানি নামানোর ব্যবস্থা করা দরকার। না হলে বর্ষা জুড়েই রোগী ও স্বজনদের এই ভোগান্তি পোহাতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদের ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পিএ ফোন রিসিভ করে বলেন স্যার মিটিংয়ে আছেন। এদিকে বৃষ্টির ফলে রাজশাহীর বিভিন্ন সড়ক ও গলিপথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর সাহেব বাজার, উপশহর, নিউ মার্কেট, বিসিক শিল্প এলাকাসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর সাহেব বাজারের বাসিন্দা সিহাব উদ্দিন বলেন, একটু পানি হলেই রাজশাহীর প্রাধান এই সড়ক ডুবে যায়। এটির কোনো স্থায়ী সমাধান হয় না। আমাদের প্রতিবছরই এখানে ভোগান্তি পোহাতে হয়। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, রাজশাহী শহরে যেটাকে জলাবদ্ধতা বলে আসলে সেটি জলাবদ্ধতা নয়। ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যেই সব পানি নেমে যায়। মূলত কনস্ট্রাকশনের কাজের কারণে এটি হয়। বৃষ্টি হলে আমাদের লোকজন মাঠে নেমে যায়। রাজশাহী মেডিকেল কলেজের সামনে যেটি হয়েছে, এখানে ভ্যানে বিভিন্ন পণ্য বেচাকেনা হয়। তারা ড্রেন বন্ধ করে দেয়। এ কারণে এটি হচ্ছে, সেটাও থাকবে না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতন না হলে একটু সময় না দিলে পানি নামবে না। এদিকে রাজশাহী আবহাওয়া অফিস বলছে, আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহীতে। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যে কারণে বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবারও ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুই একদিন বৃষ্টি অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য