ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:৩৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৮:৩৪:১২ অপরাহ্ন
বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার
‘তোমার হলো শুরু, আমার হলো সারা’। সাকিব আল হাসানকে নিয়ে তানজিম হাসান সাকিব এমনটি বলতেই পারেন। সাকিবের অধীনেই খেলা শুরু জাতীয় দলে। আজ যখন সাকিব আল হাসান নেই, তখন তিনি নিজেই অলরাউন্ডারের ভূমিকা নিতে বদ্ধপরিকর। সাকিব আল হাসানও আশাবাদী, ছোট সাকিব অর্থাৎ তানজিম হাসান সাকিব হয়ে উঠবেন একজন অলরাউন্ডার। এ মুহূর্তে বাংলাদেশের পেস আক্রমণের বড় ভরসা তানজিম। একইসাথে ব্যাট হাতেও রাখছেন ভূমিকা। ব্যাটিং অর্ডারে প্রমোশন না পেলেও লোয়ার অর্ডারে যখনই সুযোগ পাচ্ছেন ছোটখাটো ক্যামিওতে দলে ভূমিকা রাখার চেষ্টা করছেন। সম্প্রতি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তানজিমকে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কথা জানান। এ বিষয়ে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, ‘দলে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে খুবই ভালো। সাকিব (তানজিম) ব্যাটিং ভালো করছে। বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে দলের প্রয়োজনে ও রান করতে পেরেছে। বোলিং ভালো, ভালো ফিল্ডারৃসব মিলিয়ে আক্রমণাত্মক। এদেরকে একটু ভূমিকা রাখতে দিলে আমার বিশ্বাস দলটা অনেক ভালো হবে।’ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ছোট সাকিবের সম্ভাবনা দেখছেন বড় সাকিব। শুধু তানজিম সাকিব নন, সবারই খোঁজখবর রাখেন সাকিব। জিএসএল খেলতে এখন গায়ানায় তিনি, সেখানে খেলা দেখার সুযোগ না থাকলেও হাইলাইটস দেখতে ভুলেন না। লাইভ ম্যাচ চলাকালে চোখ রাখেন লাইভ স্কোরে। বললেন, ‘এখানে এই সিরিজের খেলা সরাসরি দেখা যায় না। হাইলাইটস দেখি, স্কোর দেখে খেলা ফলো করার চেষ্টা করি। খোঁজখবর রাখি।’ এ সময় সাকিব টি-টোয়েন্টির হার্ড হিটিং ব্যাটিং নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘সামর্থ্য আমাদের দলের সবার আছে। কিন্তু মাঠে কাজটা কীভাবে করবে, এটা ওদের বুঝতে হবে। কোন অপশনে গেলে আমাদের ‘লো রিস্ক, হাই বেনিফিট’, তা জানতে হবে। ওপরে-নিচের ব্যাটিং ভালো আছে। ওপেনার যারাই আছে, আক্রমণাত্মক। সমানে পিটায়, দেখতেও ভাল্লাগে (হাসি)। জাকের, শামীমরা যদি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, মাঝখানের ওভারের ওই কাজটুকু কেউ করে দিলেই হবে।’ তবে মিডল অর্ডার নির্ভর টি-টোয়েন্টি দলে মিডল অর্ডার বলে কোনো ভূমিকাই দেখছেন না তিনি। দ্রুত রান তোলার উপায় জানিয়ে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে আসলে মিডল অর্ডার বলে কিছু নেই। হয় টপ অর্ডার, নয় মারার জায়গা। এক, দুই, তিন নম্বর ব্যাটসম্যান খেলবে নতুন বলে আর মাঝের ওভারে। বাকিরা খেলবে শেষ ১০ ওভার। এখানে মাঝের ওভার বলেও আসলে কিছু নেই।’ সাকিব মনে করেন, ৭ থেকে ১২ ওভার পর্যন্ত টপ অর্ডার কোনো ব্যাটার দলের দায়িত্ব নিলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স