ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:১৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:১৪:৪৫ অপরাহ্ন
ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ
ঢাকার আকাশে সকাল থেকেই টানা বর্ষণ। সেই বৃষ্টির মধ্যেই এক ব্যতিক্রমী নাটক উপহার দিলো মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হলেও শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় পাশের অনুশীলন মাঠে। আর এই ‘দুই মাঠের এক ম্যাচে’ শান্তি মারডির দুর্দান্ত হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ। গতকাল বিকেল ৩টায় যখন ম্যাচ শুরু হয়, তখন মাঠ ছিল পুরোপুরি কাদায় পরিপূর্ণ। খেলোয়াড়দের স্পাইক আটকে যাচ্ছিল, বল গড়িয়ে না গিয়ে থমকে যাচ্ছিল পানিতে। একাধিকবার পড়ে যাচ্ছিলেন ফুটবলাররা। এমনকি গোলরক্ষকেরও ছিল রীতিমতো সংগ্রাম। প্রথমার্ধে খেলাটাই যেন হয়ে উঠেছিল একটা ‘সার্কাস’। খেলা নয়, ছিল কেবল বলের পেছনে দৌড়ানো। এই অস্বাভাবিক পরিস্থিতিতে বিরতির পর খেলা বন্ধ রাখা হয় তিন ঘণ্টা। তিনবার মাঠ পরিদর্শন করেন ম্যাচ কমিশনার, দুই দলের প্রতিনিধিরাও ছিলেন তাতে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচ স্থানান্তরের। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দ্বিতীয়ার্ধ শুরু হয় অনুশীলন মাঠে। অনুশীলন মাঠে দর্শকদের জন্য ছিল না কোনো গ্যালারি। তারা দাঁড়িয়ে থেকে দেখেছেন ম্যাচ, কিন্তু মিডিয়া পাস থাকা সাংবাদিকরাও পাননি পর্যাপ্ত ব্যবস্থা। এমন ‘আধা-গোপনীয়’ ম্যাচে বাংলাদেশের জয় কেবল স্কোরবোর্ডে নয়, মনেও ছাপ ফেলে। ম্যাচের সপ্তম মিনিটেই গোল তুলে নেন শান্তি মারডি। বৃষ্টিজনিত বাধা পেরিয়ে দ্বিতীয়ার্ধে ফিরে এসে আরও দু’টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৬০ ও ৭৯ মিনিটে নিজের বাকি দুই গোলটি করেন। এক গোল আসে মুনকি আক্তারের পা থেকে। ৭৬ মিনিটে মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় জালে বল পাঠান তিনি। ভুটান একমাত্র সান্ত্বনার গোলটি করে ম্যাচের ৫৩ মিনিটে। গোলদাতা সানগাই ওয়াংমো সাময়িকভাবে ম্যাচে সমতা আনলেও তা ধরে রাখতে পারেনি তার দল। বাংলাদেশ কোচ পিটার বাটলার এ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথ বেছে নেন। নেপালের বিপক্ষে খেলা দলের বেশিরভাগকেই বিশ্রামে রেখে মাঠে নামান নতুনদের। অধিনায়ক ছিলেন সুরমা জান্নাত। গোলবারে দেখা যায় মিলি আক্তারকে। মাঠের বাইরে ছিলেন নিয়মিত মুখরা-সাগরিকা (লাল কার্ডে নিষেধাজ্ঞায়), নবিরন, রিতা, স্বপ্না, পূজা ও সিনহা শিখা। এই জয়ে টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েরা অনেকটাই এগিয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার পথে। প্রতিযোগিতায় এটি তৃতীয় হ্যাটট্রিক। সাগরিকা ও নেপালের পূর্ণিমা রায়ের পর শান্তি মারডির নামও যোগ হলো এই তালিকায়। এমন অস্বাভাবিক পরিস্থিতির ভেতরেও মেয়েদের দৃঢ়তা আর খেলার প্রতি ভালোবাসা যেন বারবার বলে দেয়; বাংলাদেশ নারী ফুটবল এগিয়ে চলেছে, কাদা-মাটি পেরিয়ে ভবিষ্যতের দিকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স