ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ চবিতে সীমিত পরিসরে শুরু ক্লাস-পরীক্ষা নোংরা গলির দু’নম্বরী সাংবাদিকদের কবলে রাজউক লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন পিএসসি নন-ক্যাডার পরীক্ষায় সাজেশন দেয়ার নামে প্রতারণা গ্রেফতার ১ নুরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয়- দুদু ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৪৪৫ রোগী দুদকের মামলায় হেনরীর জামিন নাকচ সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল- রিজভী সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান-পরিবেশ উপদেষ্টা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছে, এবং মিথ্যা মামলায় বহু নেতাকর্মী জেল খেটেছে - ফরিদপুরে শামা ওবায়েদ দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নেছারাবাদে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:২৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:২৮:২২ পূর্বাহ্ন
নেছারাবাদে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন
এম ইসলাম জাহিদ, স্বরূপকাঠি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়ি এলাকায় মো. শাহিন ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল ও হিন্দু সম্প্রদায়কে জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১১টায় আয়োজিত এ মানববন্ধনে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের শতাধিক মানুষ অংশগ্রহণ করে। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মো. শাহিন ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ দম্পতির বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম, যুবসমাজকে বিপথে ঠেলে দেওয়া এবং সামাজিক পরিবেশ বিনষ্ট করার অভিযোগ করেন এলাকার সাধারণ মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগীরা বলেন, শাহিন একজন চিহ্নিত মাদক কারবারি। তার হাত ধরে এলাকার কিশোর ও তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলমান পরিবারেরও অনেক সদস্য তার অরাজকতায় অতিষ্ঠ। এলাকাবাসীর দাবি, শাহিন ও তার স্ত্রীর অপতৎপরতার কারণে পুরো এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানে ভাটার টান পড়েছে। মানববন্ধন চলাকালে প্রশাসনের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বহুবার অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা চাই, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মো. শাহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বক্তারা আরও জানান, যদি দেরি করা হয় বা প্রশাসন নিশ্চুপ থাকে, তাহলে এলাকার যুবসমাজ পুরোপুরি ধ্বংসের দিকে চলে যাবে। তারা কান্না জড়িত কন্ঠে বলেন, এই মুহূর্তে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমাদের স্ত্রী, সন্তানদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হবে। তাই আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা ক?রছি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক, সন্ত্রাস ও জমি দখলের মতো অপরাধ দমনে হিন্দু-মুসলমান এক হয়ে কাজ করতে প্রস্তুত। তারা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী তাদের ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেখানে অপরাধের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব