ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২ প্রথম রোবটিক রিহ্যাব সেন্টার চালু মোংলা-খুলনা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪ হাসপাতালে ভর্তি ৫৬৮ হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে- উপদেষ্টা আসিফ মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস রেকর্ড ভেঙে পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০ লাগাম ছিঁড়েছে হত্যা-চাঁদাবাজি রাস্তায় নামছে সাধারণ মানুষ র‌্যাবের ডিজি ও এসবি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান পুলিশের মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা ফখরুল অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে- ফরিদা আখতার অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে- ফরিদা আখতার রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর সহিংসতা কমেনি ধরন বদলেছে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী আজ

নেছারাবাদে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:২৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:২৮:২২ পূর্বাহ্ন
নেছারাবাদে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন
এম ইসলাম জাহিদ, স্বরূপকাঠি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়ি এলাকায় মো. শাহিন ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল ও হিন্দু সম্প্রদায়কে জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১১টায় আয়োজিত এ মানববন্ধনে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের শতাধিক মানুষ অংশগ্রহণ করে। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মো. শাহিন ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ দম্পতির বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম, যুবসমাজকে বিপথে ঠেলে দেওয়া এবং সামাজিক পরিবেশ বিনষ্ট করার অভিযোগ করেন এলাকার সাধারণ মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগীরা বলেন, শাহিন একজন চিহ্নিত মাদক কারবারি। তার হাত ধরে এলাকার কিশোর ও তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলমান পরিবারেরও অনেক সদস্য তার অরাজকতায় অতিষ্ঠ। এলাকাবাসীর দাবি, শাহিন ও তার স্ত্রীর অপতৎপরতার কারণে পুরো এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানে ভাটার টান পড়েছে। মানববন্ধন চলাকালে প্রশাসনের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বহুবার অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা চাই, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মো. শাহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বক্তারা আরও জানান, যদি দেরি করা হয় বা প্রশাসন নিশ্চুপ থাকে, তাহলে এলাকার যুবসমাজ পুরোপুরি ধ্বংসের দিকে চলে যাবে। তারা কান্না জড়িত কন্ঠে বলেন, এই মুহূর্তে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমাদের স্ত্রী, সন্তানদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হবে। তাই আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা ক?রছি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক, সন্ত্রাস ও জমি দখলের মতো অপরাধ দমনে হিন্দু-মুসলমান এক হয়ে কাজ করতে প্রস্তুত। তারা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী তাদের ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেখানে অপরাধের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য