ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২ প্রথম রোবটিক রিহ্যাব সেন্টার চালু মোংলা-খুলনা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪ হাসপাতালে ভর্তি ৫৬৮ হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে- উপদেষ্টা আসিফ মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস রেকর্ড ভেঙে পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০ লাগাম ছিঁড়েছে হত্যা-চাঁদাবাজি রাস্তায় নামছে সাধারণ মানুষ র‌্যাবের ডিজি ও এসবি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে- সেলিমা রহমান পুলিশের মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা ফখরুল অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে- ফরিদা আখতার অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে- ফরিদা আখতার রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর সহিংসতা কমেনি ধরন বদলেছে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী আজ
ক্যান্টনমেন্ট সার্কেল

সততা ও শৃঙ্খলার পথে আনতে কাজ করছেন এসিল্যান্ড

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:৩৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:৩৫:৩২ পূর্বাহ্ন
সততা ও শৃঙ্খলার পথে আনতে কাজ করছেন এসিল্যান্ড
• ভিত্তিহীন অভিযোগের মুখে সদ্য যোগদানকৃত এসিল্যান্ড বাসিত সাত্তার খিলক্ষেত ক্যান্টনমেন্ট সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তারের বিরুদ্ধে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অভিযোগ ও খবর প্রকাশিত হয়েছে, তা একদিকে যেমন ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, অন্যদিকে এটি একজন সৎ ও শৃঙ্খলাপরায়ণ সরকারি কর্মকর্তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি চিন্তাকর ষড়যন্ত্র বলেই মনে করছেন সহকর্মীরা, সেবাগ্রহীতা ও সচেতন নাগরিকরা। জানা গেছে, এসিল্যান্ড বাসিত সাত্তার মাত্র দুই-তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইতোমধ্যে ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে দালালমুক্ত ও ঘুষবিহীন সেবা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে লাভবান কিছু অসাধু চক্র এখন বেকায়দায় পড়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালায় বলে অভিযোগ উঠেছে। ওই অফিসের একাধিক কর্মচারী এই প্রতিবেদককে জানিয়েছেন-স্যার সবসময় নিয়ম মেনে কাজ করেন। তার কাছে কোনো অসাংবিধানিক অনুরোধ গ্রহণযোগ্য নয়। তাই তার বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। অনেকে এই অপপ্রচারে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ও ক্ষুব্ধ। তাদের দাবি-একজন সরকারি কর্মকর্তার সুনামের ওপর আঘাত মানে রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তিকেই দুর্বল করার অপচেষ্টা। আমরা দেখেছি, ঘুষ না দিয়েও এখন নামজারির ফাইল জমা হচ্ছে, কর্মকর্তারা সময়মতো দেখা করছেন। বাসিত স্যার কঠোরভাবে দালালদের ঠেকিয়ে দিচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ মানে সৎ লোকের বিচার চাইছে দুর্বৃত্তরা। বিশ্লেষকরা বলছেন, এই অপপ্রচারের পেছনে রয়েছে একটি গোষ্ঠী, যারা দীর্ঘদিন যাবৎ ভূমি অফিসে প্রভাব বিস্তার করে অনিয়ম চালিয়ে আসছিল। নতুন এসিল্যান্ড তাদের সুবিধায় আঘাত করায় এখন তাকে সরিয়ে দিতে চাইছে তারা। সাংবাদিকতার নাম করে যদি মিথ্যা দিয়ে চরিত্র হনন করা হয়, সেটি স্বাধীন গণমাধ্যমের জন্যও হুমকি। সত্য ও সৎ মানুষদের পক্ষে কলম চালানোটাই প্রকৃত সাংবাদিকতা। সৎ, নীতিবান ও জনবান্ধব কর্মকর্তার বিরুদ্ধে যখন উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপিত হয়, তখন শুধু একটি ব্যক্তিকে নয়-পুরো সিস্টেমকে দুর্বল করার চেষ্টা করা হয়। জনাব বাসিত সাত্তারের বিরুদ্ধে যেসব তথ্যপ্রসূত নয় এমন প্রতিবেদন ছড়ানো হয়েছে, তা বন্ধ হওয়া দরকার। গণমাধ্যমের উচিত সত্য যাচাই করে, দায়িত্বশীলতার সঙ্গে প্রতিবেদন প্রকাশ করা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স