ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

দিনাজপুর কারাগারে এক কয়েদির মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:৫১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:৫১:৫০ পূর্বাহ্ন
দিনাজপুর কারাগারে এক কয়েদির মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর শামছুল হক মণ্ডল (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শামছুল হক মণ্ডল রংপুর জেলার পীরগঞ্জ থানার বদনা পূর্বপাড়ার মৃত মোজাম মণ্ডলের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার ২০১২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। পাশাপাশি তার নামে আরেকটি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ১৮ জুন থেকে তিনি এই কারাগারে কয়েদি হিসেবে রয়েছেন। দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। এর মধ্যে একটি মামলায় ৫ বছর ও আরেকটি মামলায় ২ বছর সাজা হয়েছিল। তার বিরুদ্ধে আরও মামলা চলমান রয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারাগারের হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পৌনে ৬টায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য