ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি

সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৪৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৪৫:৪৮ পূর্বাহ্ন
সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি
সিলেট প্রতিনিধি
সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি। সময় যত গড়াচ্ছে বিদ্যুৎ কর্তৃপক্ষের উদাসীনতা বেড়েই চলছে। কিছু দিন পর পরই প্রিপেইড মিটারের সার্ভার ডাউন থাকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। সার্ভার ডাউন থাকলে মিটারে রিচার্জ করতে পারেন না গ্রাহকরা। ফলে রিচার্জ করার আগ পর্যন্ত পুরো সময় অন্ধকারে থাকতে হয় সিলেট পিডিবির ২০ হাজার প্রিপেইড গ্রাহককে। সার্ভার ডাউন থাকার ফলে গত সোমবারও দীর্ঘ সময় রিচার্জ করতে পারেননি গ্রাহকরা। বিদ্যুতহীন অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে এসব গ্রাহকদের। গ্রাহকরা বলছেন, এ সপ্তাহের গত রোববার রাত থেকেই পিডিবির প্রিপেইড মিটারে রিচার্জ করা যাচ্ছে না। এ নিয়ে অভিযোগ দিলেও উদাসীন ছিল পিডিবি। তাই গ্রাহকরা বাধ্য হয়ে সোমবার বিক্ষোভ করেন। তারা বলছেন, এটি নতুন নয়, কিছু দিন পর পরই এ ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। পিডিবি সমাধানের আশ্বাস দিলেও স্থায়ীভাবে কোনো সমাধান হয়নি।
তবে পিডিবির কর্মকর্তারা বলছেন, এসটিএস মিটার পরিবর্তন করে সিটিএস প্রিপেইড মিটার প্রতিস্থাপন করতে হবে। তাহলেই কেবল এ সমস্যার স্থায়ীভাবে সমাধান হবে। তারা বলেন, কারিগরি ত্রুটির কারণে সার্ভার ডাউন ছিল। সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা চলছে। জানা গেছে, রোববার রাত থেকেই সিলেট নগরীতে প্রিপেইড মিটারের রিচার্জ বন্ধ হয়ে যায়। বিকাশ, নগদ, উপায় কিংবা রকেট, কোনো মাধ্যমেই রিচার্জ করতে পারেননি গ্রাহকরা। এতে দুর্ভোগে পড়েন নগরীর ২০ হাজার প্রিপেইড বিদ্যুৎ গ্রাহক। গ্রাহকরা রিচার্জে ব্যর্থ হয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় শতাধিক গ্রাহক উপশহর বিদ্যুৎ অফিসে এসে দিনভর বিক্ষোভ করেন। পরে বিদ্যুৎ বিভাগ জানায়, খুব দ্রুত ত্রুটি সমাধান করা হবে। পরে কয়েক ঘণ্টা পর বিক্ষুব্ধ গ্রাহরা বিদ্যুৎ অফিস ত্যাগ করেন। তবে সার্ভার পুরোপুরি ঠিক হয়নি বলে অনেকে অভিযোগ করেছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে সিলেট নগরীতে বেসরকারী  কোম্পানির এসটিএস প্রিপেইড মিটার স্থাপন করা হয়। এসটিএস কোম্পানির সাথে আওয়ামী লীগ সরকারের আমলের চুক্তির মেয়াদ প্রায়  শেষের পথে। তাই বর্তমানে সর্বত্র পিডিবির সিটিএস মিটার স্থাপন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগরীতে এসটিএস কোম্পানির প্রায় ১৫ থেকে ২০ হাজার প্রিপেইড মিটার রয়েছে। এসব মিটারে নির্দিষ্ট ইউনিট ব্যবহারের সীমারেখা দেয়া আছে। ইতোমধ্যে যেসব গ্রাহক সেই ইউনিট ব্যবহার করে ফেলেছেন, তাদের মিটারগুলোতে বেশি সমস্যা হচ্ছে। সরকারের নির্দেশ মোতাবেক সিলেটের সকল গ্রাহককে সিটিএস মিটারের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য