রাজধানীর ডেমরায় নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)। তারা দুজনই রড মিস্ত্রি।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ডেমরা বাদশা মিয়া রোড ভুট্টু চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহদের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকা খামারি গ্রামে। রফিকুলের বাবার নাম ইউসুফ আলী আর শফিকুলের বাবার নাম মৃত রমিজ উদ্দিন। বর্তমানে থাকতেন ভুট্টু চত্বরে। নিহত রফিকুলের বাবা ইউসুফ আলী জানান, তারা একসঙ্গে রড মিস্ত্রির কাজ করেন। ভুট্টু চত্বরে রাস্তার পাশে রড সোজা করে মেশিন দিয়ে কাটার কাজ করছিলেন। রড সোজা করার সময় একটি রড গিয়ে পাশের বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন রফিকুল ও শফিকুল। মুমূর্ষু অবস্থায় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক জানান, তারা মারা গেছেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৪:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৪:৩২ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ