ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৭:৫১ পূর্বাহ্ন
পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রায় একমাস ধরে নেত্রকোনার কেন্দুয়ায় থাকা মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেয়ে তামান্না (২০) মানসিক ভারসাম্যহীন হয়ে বেশ কিছুদিন ধরে নেত্রকোনার কেন্দুয়ায় অবস্থান করছিলেন। পরে মামুনুল কবির খান হলি নামে একজন সমাজ সেবক  মেয়েটির পরিবারের সন্ধান পাওয়ার জন্য যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পরে অনেকেই তা শেয়ার করেন। এক পর্যায়ে মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হন হলি খান। পরে হলি খানের মাধ্যমে গত বুধবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র মাধ্যমে তামান্নাকে তার মা পারুল আক্তার এবং তার মামার কাছে হস্তান্তর করা হয়। মেয়েটির মা জানান, তামান্নার বাবার নাম সিদ্দিক মিয়া। প্রায় ৪ মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ হয় মানসিক ভারসাম্যহীণ মেয়েটি। এ ব্যাপারে মামুনুল কবির খান হলি বলেন, মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে অনেক ভালো লাগছে। খোদার কাছে শোকরিয়া জানাই। এই মহতি কাজটির পেছনে অনেকের সহযোগিতা ছিল। বিশেষ করে কেন্দুয়ার ইউএনও’র সার্বিক সহযোগিতা করে যাছাই-বাছাইয়ের পর তার পরিবারের হাতে মেয়েটিকে তুলে দেন। হলি খান আরও বলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার ফেসবুকে পোস্ট দেখা মাত্রই বুধবার সকাল থেকেই মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে উদ্ধার করে তার অফিসে সার্বিক তত্ত্বাবধানে রেখেছিলেন এবং তার কাছ থেকেই  সন্ধ্যায় মেয়েটিকে মেয়ের মা পারুল আকতার এবং তার মামা বুঝে নেন।  তাছাড়া  ইমদাদুল হক তালুকদার মেয়েটির  উন্নত চিকিৎসার জন্যও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়াও সহযোগিতা করেছেন কেন্দুয়া থানার সাবেক পুলিশ কর্মকর্তা মো. আব্দুল গনি ফিটু, কেন্দুয়া এ এস আই শহিদুল ইসলাম, আর জে তারেক এবং আবুল হাশেম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য