ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

কলমাকান্দায় গৃহবধূর ওপর পৈশাচিক উল্লাসে নির্যাতন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০২:৪৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০২:৪৫:৩১ অপরাহ্ন
কলমাকান্দায় গৃহবধূর ওপর পৈশাচিক উল্লাসে নির্যাতন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা উপজেলায় শিখা আক্তার (শিল্পী) নামে এক গৃহবধূকে বসত ঘরে দরজা আটকিয়ে মাথার চুল কেটে নির্মম নির্যাতনের খবর পাওয়া গেছেগত সোমবার সন্ধ্যায় উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাঁও গ্রামের ফজলুল হকের স্ত্রী শিখা আক্তার ওরফে শিল্পী (৩৬)-এর ওপর এই নির্মম নির্যাতনের মতো এমন ঘটনা ঘটে
ভুক্তভোগী শিল্পী আক্তার ও তার পরিবার জানায়, তারই ননদ রেশমা ও তার স্বামী নয়ন মিয়া (২৬), কাজল ও সাজলসহ ওরা কয়েকজন মিলে আমি নামাজরত অবস্থায় ঘরে ঢুকে আমাকে এলোপাতাড়ি পিটাতে থাকে! আমি চিৎকার করতে চাইলে আমার মুখ বেঁধে ফেলে, তখন আর চিৎকার করতে পারছিলাম না, তখন আমি গুঙিয়ে গুঙিয়ে কাঁদতে থাকি, এমতাবস্থায় আমার মাথার চুলের মুটি ধরে টেনে হিচড়ে পৈশাচিক উল্লাসে ওরা আমার পড়নের কাপড় খুলে মাথার চুল কেটে ঘরের ভেতরেই বিকৃত উল্লাসে অট্টহাসিতে মেতে ওঠেতাদেরই চেচামেচিতে আশপাশের প্রতিবেশীরা দৌড়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়
এ ধরনের নির্মম নির্যাতন কেন করা হলো জানতে চাইলে বাদী শিল্পীর স্বামী ফজলুল হক জানান, আমার বোন রেশমার প্রেমঘটিত বিয়ে নয়নের সাথে মেনে না নেয়ার কারণে আমি বাড়িতে না থাকার সুযোগে এমন অবস্থা করেছে আমার স্ত্রীভুক্তভোগী শিল্পীর পিতা আবদুল কুদ্দুস জানান, আমার মেয়েকে খালিঘরে একা পেয়ে এমন নির্মম অপমান অপদস্থ করে মেরেছে আমি এর বিচার চাই, আমি আইনের আশ্রয় নেবো, অভিযোগ দেবো ওদের বিরুদ্ধে
অপরদিকে নয়ন মিয়া ও রেশমার শ্বশুর জালাল মিয়া বলেন, এ ঘটনার কিচ্ছু জানি না, আমি বাড়িতে ছিলাম না তখনএ বিষয়ে কলমাকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আমরা ভর্তি করে নেইবর্তমান চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে, কিন্তু দেখা গেছে তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছেএ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি লুৎফুল হক জানান, আমরা অভিযোগ পেয়েছি, এই নির্মম ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ