ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডে আওয়ামী লীগে উদ্বেগ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০৪:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০৪:২০:২৩ অপরাহ্ন
এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডে আওয়ামী লীগে উদ্বেগ
ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারএক সপ্তাহ নিখোঁজ থাকার পরে তার নিহতের খবর পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে আওয়ামী লীগের নেতারাসেই সঙ্গে এ ঘটনার মূল কারণ উদ্?ঘাটনের দাবি জানিয়েছেন তারাপরিবার বলছে, চিকিৎসার জন্য গত ১২ মে চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে গেদে বর্ডার হয়ে কলকাতায় যান আনোয়ারুল আজিম আনারপরদিন ১৩ মে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় তার৫ দিন পর ১৯ মে ঢাকার গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে গিয়ে বাবার নিখোঁজের কথা জানান আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনএর আগে গত ১৮ মে আনোয়ারুল আজিম আনার নিখোঁজ জানিয়ে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস নামের এক ব্যক্তিযিনি নিজেকে আনারের বন্ধু হিসেবে পরিচয় দেনকলকাতায় মরদেহ উদ্ধারের পর গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আনোয়ারুল আজিম কলকাতায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালএই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশিরা জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ফাটল ধরবে নাকারণ হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেউ জড়িত নয়ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের এমন হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক হয়েছেন দলটির নেতারাএ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এ হত্যাকাণ্ডে বাংলাদেশিরা জড়িতদেশের বাইরে গিয়ে একজন সংসদ সদস্যকে হত্যা করা হলো, এটা উদ্বেগজনক বটেআমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনা বেরিয়ে আসুকঘটনাটি সহজভাবে নিতে পারছেন না বলে জানিয়েছেন দলটির আরেক সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্যতিনি বলেন, এটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপারএকজন সংসদ সদস্যের এভাবে মারা যাওয়া খুব কঠিন ব্যাপারএটা আমরা সহজভাবে নিতে পারি না, কিন্তু কিছু করারও নেইতদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামতিনি বলেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও কলকাতা পুলিশের সহযোগিতায় সত্যিকারের অপরাধীরা যাতে আইনের আওতায় আসে, এটাই চাওয়া
আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডকে অস্বাভাবিক ও দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমখুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এ নেতা বলেন, এ অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানার পরে পূর্ণ প্রতিক্রিয়া দেয়া যাবেআনোয়ারুল আজিম এলাকায় জনপ্রিয় ছিলেন উল্লেখ করে দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আমি তার এলাকায় কয়েকবার গিয়েছিলামসেখানে তার জনপ্রিয়তা দেখেছি, তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল নাতার পরিবার বলছে- এটা পরিকল্পিত হত্যাকাণ্ডএ হত্যাকাণ্ডের পেছনে কারা কারা আছে, তাদের খুঁজে বের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিতআনোয়ারুল আজিম আনার ২০০৪ সালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হনগণমাধ্যমের খবর অনুযায়ী হুন্ডি ব্যবসা, সোনা চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি ছিল ২০০৮ সাল পর্যন্ত২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইন্টারপোল থেকে তার নাম বাদ দেয়া হয়এ কারণে তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাননিতার নিহতের খবরে এসব অভিযোগের বিষয়গুলো আবার সামনে আসছেতবে অভিযোগের বিষয়ে দলটির নেতারা কোনো কথা বলেননিতবে তার বিরুদ্ধে অতীতে বিভিন্ন মামলা প্রসঙ্গে এস এম কামাল হোসেন বলেন, ‘ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর ও খুলনার কিছু অংশ এক সময় সন্ত্রাসের জনপদ ছিলআওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আছেতা করতে সরকারকে অনেক সহযোগিতা করেছিল আনোয়ারুল আজিম আনার
২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হনটানা তিন মেয়াদের এমপি তিনিগত বছর কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন আনোয়ারুল আজিম
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স