ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজট, ভোগান্তি ১৯৭১ ও গণতন্ত্রের বিষয়ে ছাড় নয়-মির্জা ফখরুল ইসলাম আ’লীগ-বিএনপি হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে— গোবিন্দচন্দ্র গোপালগঞ্জে ৪ মামলায় আসামি ৩০০৮ গ্রেফতার ৩০৬ সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত রাজধানীতে ফুটপাত দখল করে দোকানপাট ঝুঁকিতে পথচারীরা পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে হবে— পরিবেশ উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে লাশ কবর থেকে তোলা হবে— স্বরাষ্ট্র উপদেষ্টা ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি জামায়াতের আমির জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত— ডা. তাহের মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না— নাহিদ ঢাকায় নিম্ন আদালত থেকে খালাস পাচ্ছে আসামিরা গোপালগঞ্জের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চায় এইচআরএফবি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই- প্রেস সচিব কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে- শ্রম উপদেষ্টা ব্যাংক খাতের বিষফোঁড়া ঋণ খেলাপি নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান আগামীতে আরেকটা লড়াই হবে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে মায়ের মৃত্যু

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১১:২৪:৩২ অপরাহ্ন
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন
গণতন্ত্র, মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন লিমিটেড। 
শনিবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান । 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা ইউনিভার্সিটির সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, এসটিভি বায়ান্ন'র ব্যবস্থাপনা পরিচালক তাইজুল ইসলাম সাগর।প্রমুখ।

ভার্চুয়াল মাধ্যমে সভাপতির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম খোকন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মিলন মল্লিক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম,  মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসটিভি বায়ান্ন'র বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম সাঁচি।
আলোচনাসভা শেষে কেক কেটে চ্যানেলটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ