ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বিঘ্নে ভোগান্তিতে চট্টগ্রাম ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড় তিন হাজার কোটি টাকা লুটপাট পোরশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লোককে লিফলেট বিতরণ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন শিক্ষক সঙ্কটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা আড়ালে শক্তির জানান দিতে চায় জামায়াত নির্বাচন নিয়ে সংশয় উৎকণ্ঠায় বিএনপি পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়-প্রশ্ন সালাহউদ্দিনের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪ গুলিতে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল-সাবেক আইজিপি গোপালগঞ্জে গ্রেফতার আতঙ্ক ক্ষতির মুখে ব্যবসায়ীরা মাদ্রাসার মোহতামিমকে অবরুদ্ধ করে কমিটিতে বিএনপি নেতার স্বাক্ষর কুষ্টিয়ায় ‘চাঁদা না পেয়ে’ হামলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ জন কারাগারে

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১১:২৪:৩২ অপরাহ্ন
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন
গণতন্ত্র, মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন লিমিটেড। 
শনিবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান । 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা ইউনিভার্সিটির সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, এসটিভি বায়ান্ন'র ব্যবস্থাপনা পরিচালক তাইজুল ইসলাম সাগর।প্রমুখ।

ভার্চুয়াল মাধ্যমে সভাপতির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম খোকন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মিলন মল্লিক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম,  মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসটিভি বায়ান্ন'র বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম সাঁচি।
আলোচনাসভা শেষে কেক কেটে চ্যানেলটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স