ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জমজমাট প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে-প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ন্যায়বিচার-মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) আমাদের জন্য অনন্য আদর্শ-প্রধান বিচারপতি পেশাগত দায়িত্বপালনে মৃত্যু ঝুঁকিতে গণমাধ্যমকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা শঙ্কা মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো- প্রাণিসম্পদ উপদেষ্টা বেশির ভাগ সময়ই বন্ধ রেলের কংক্রিট সিøপার কারখানা টেকনাফে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার স্কুলে সংগীত শিক্ষক নিয়োগে কঠোর হুঁশিয়ারি হেফাজতের নীলফামারীতে শ্রমিকের প্রাণহানির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে সাবেক এমপি পাভেল ইনফ্লুয়েঞ্জা টিকাকে জাতীয় নির্দেশনায় অন্তর্ভুক্তির আহ্বান ফরিদপুরে আসন বিন্যাসের প্রতিবাদে দুই সড়ক অবরোধ অনশনরত শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্যের রাত্রিযাপন তারেক রহমানের উপহারের ঘর পেলেন শুক্কুরি বেগম গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে ৩০ রাজনৈতিক দলের নেতারা আলু রফতানির চেষ্টা করছে সরকারÑ বাণিজ্য উপদেষ্টা নিত্যপণ্যের অসহনীয় দামে দিশাহারা সাধারণ মানুষ

মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড়

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:৫২:৩৭ অপরাহ্ন
মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ ঘিরে রাজধানীর প্রেসক্লাব, সচিবালয়, মৎস্য ভবন ও রমনা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় মেট্রোরেলে দেখা দেয় বাড়তি চাপ। ফলে মেট্রোরেলের প্রতিটি স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। গতকাল শনিবার দেখা যায়, মতিঝিল, প্রেসক্লাব, টিএসসি ও শাহবাগ স্টেশনের কনকোর্সগুলোতে শত শত যাত্রী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ টিকিট কেনার অপেক্ষায়, কেউবা ট্রেনের অপেক্ষায়। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে রাজধানীতে আসেন। এতে সচিবালয়, প্রেসক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ও রমনা পার্ক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে সৃষ্ট হয় বড় ধরনের যানজট। বিশেষ করে উত্তরা, মিরপুর ও ফার্মগেটের যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। উত্তরা ফিরতে যাওয়া যাত্রী ফাতেমা কানিজ বলেন, জরুরি কাজে সচিবালয়ে এসেছিলাম। এখন বাড়ি ফিরবো, কিন্তু টিকিট কাটতেই এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। লাইন যেন এগোয়ই না। কবে যে বাড়ি পৌঁছাবো, জানি না। চাঁদপুর থেকে সমাবেশে অংশ নিতে আসা রুহুল আমিন বলেন, কখনো মেট্রোরেলে চড়িনি। তাই এই সুযোগে চড়তে চেয়েছিলাম। কিন্তু এখন দেখি, প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে আছি। এত মানুষের ভিড়ে মেট্রোতে চড়ার শখটাই মাটি হয়ে যাচ্ছে। ডিজিটাল টিকিট কাউন্টার ব্যবহারে অনভিজ্ঞতার কারণে অনেক যাত্রী বিলম্ব করছেন বলে জানান মিরপুরের যাত্রী আহসান মাহবুব। তিনি বলেন, আমাদের অনেকেই সঠিক নিয়ম না জেনে ডিজিটাল কাউন্টারে দাঁড়িয়ে পড়েন। একজন একটি টিকিট কাটতেই অনেক সময় নিচ্ছেন। ফলে পুরো লাইনের গতিই আটকে যাচ্ছে। মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বে থাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, প্রতিদিন প্রতিটি স্টেশনে সাধারণত একজন অফিসারসহ পাঁচজন ডিউটিতে থাকেন। তবে সমাবেশ উপলক্ষে প্রতিটি স্টেশনে ১২ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও পুলিশের সহায়ক হিসেবে প্রতিটি স্টেশনে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মতিঝিল, সচিবালয়, টিএসসি ও শাহবাগ স্টেশনে একজন করে অতিরিক্ত ইন্সপেক্টর আলাদাভাবে দায়িত্বে রয়েছেন। মেট্রো নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন ভবনের গেট ও কনকোর্স হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারী বগিতে যেন কোনো পুরুষ যাত্রী প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানের নির্দেশে প্রতিটি ট্রেনে একজন করে নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলেও জানান আবু আশরাফ সিদ্দিকী। তিনি আরও জানান, সারাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ সমাবেশে অংশ নিতে আসায় এই চারটি স্টেশনে একক যাত্রা টিকিটের সংখ্যা চারগুণ বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য