ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

উত্তরা আধুনিক মেডিকেলে অটোমেশনের নামে ওষুধ সিন্ডিকেট, জিম্মি রোগীরা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০৪:২৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০৪:২৫:২৪ অপরাহ্ন
উত্তরা আধুনিক মেডিকেলে অটোমেশনের নামে ওষুধ সিন্ডিকেট, জিম্মি রোগীরা উত্তরা আধুনিক মেডিকেলে অটোমেশনের নামে ওষুধ সিন্ডিকেট, জিম্মি রোগীরা
ভর্তি রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে অধিক দামে ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেএকাধিক ভর্তি রোগীর স্বজনদের অভিযোগ, ভর্তি রোগীকে হাসপাতালের ডাক্তাররা কি ওষুধ দিচ্ছেন তার কোনো রসিদ দেয়া হয় নানিয়ম-নীতির তোয়াক্কা না করেই আইসিইউর ভেতরে বসানো হয়েছে ফার্মেসির ডেস্কডাক্তার কোনো রোগীর জন্য ওষুধ লিখলে সেটি হাসপাতালের নার্স বা ব্রাদারের মাধ্যমে চলে যায় ফার্মেসির ডেস্কের লোকের কাছেতারা বিল করে নিচে পাঠালে স্বয়ংক্রিয়ভাবে হাসপাতালের নিচে অবস্থিত ফার্মেসি থেকে ওষুধ তাদের নিজস্ব লোকজনের মাধ্যমে চলে আসে আইসিইউতে থাকা রোগীদের স্বজনের কাছেপরে স্বজনদেরকে বাধ্য করে স্বাক্ষর নেয়ার পর ওষুধ চলে যায় আইসিইউতে থাকা রোগীর কাছেওষুধের রসিদ চাইতে গেলে বাধে বিপত্তিরোগীর স্বজনদের সঙ্গে করা হয় খারাপ আচরণএখানে ওষুধের মূল্য যাচাইয়ের কোনো সুযোগ নেইনির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ নিতে বাধ্য করা হচ্ছে
বহিরাগত মানুষ হাসপাতাল কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় শক্তিশালী সিন্ডিকেট করে অনিয়মের আখড়ায় পরিণত করেছে হাসপাতালটিকেপ্রকাশ্য দিবালোকেই আইসিইউতে ভর্তি রোগীদের স্বজনদের জিম্মি করে পকেট কাটছে এ শক্তিশালী সিন্ডিকেট
তারা আরো জানায়, হাসপাতালের ফার্মেসির ওষুধের মূল্য আর বাইরের যেকোনো ফার্মেসির ওষুধের মূল্যহার আকাশ-পাতাল ব্যবধানমেনুফেমিন এক প্যাকেট ওষুধের দাম বাইরের যে কোনো ফার্মেসিতে ৬৩০ টাকা থেকে ৬৫০ টাকায় পাওয়া যায়, কিন্তু হাসপাতালের ফার্মেসিতে নেয়া হচ্ছে ১২০০ টাকাএসব কিছু দেখার কেউ নেইপ্রতিনিয়ত হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন এসে নিচের নবরূপা ফার্মেসি থেকে ওষুধ কেনার পরামর্শ দিয়ে যাচ্ছেএমনকি ডিউটিরত ডাক্তাররাও
সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে অপেক্ষারত ভর্তি রোগীর স্বজনদের কাছ থেকে গলায় নবরূপা ফার্মেসির কার্ডধারী লোকজন রোগীর স্বজনদের জোর করে ওষুধের বিলের কাগজে ওষুধ বুঝে পাওয়ার স্বাক্ষর নিচ্ছেন এবং এক প্রকার অসহায় হয়ে ভর্তি রোগীর স্বজনরা এই বিলের কাগজে স্বাক্ষর করতে বাধ্য হচ্ছেনএ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হলেও কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ পাওয়া যায়নিরোগীদের সঙ্গে খারাপ আচরণ, আইসিইউতে ফার্মেসির ডেস্ক ও অধিক মূল্য দিয়ে ওষুধ ক্রয়ে বাধ্য করাসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে উত্তরা আধুনিক মেডিকেলে অবস্থিত নবরূপা ফার্মেসির মালিক তুম্মান বলেন, এই মুহূর্তে আমি কথা বলতে পারছি নাআপনাকে পরে ফোন দিবএ বিষয়ে জানতে চাইলে আইসিইউ বিভাগের প্রফেসর ডা. পারভেজ বলেন, নবরূপা ফার্মেসির বিষয়ে আমার কোনো মন্তব্য নেইআমি চিকিৎসা বিষয়ে কাজ করিএ বিষয়ে আমার কোনো মতামত নেইডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলেনজানতে চাইলে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অনারি সেক্রেটারি মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেন, এটা একটা ম্যানেজমেন্টের বিষয়এখানে পুরো হাসপাতালের মধ্যে অটোমেশনের কাজ চলছেআইসিইউ থেকে শুরু করে প্রত্যেকটা বিলিং একটা সিস্টেমের মধ্যে... এটা তো আপনার কাছে শেয়ার করতে পারব নাএগুলো আমাদের ইন্টারনাল ম্যাটারএটা অটোমেশনের অংশবিলিং কি হবে না হবে এসব ব্যাপারঐড়ি ফড় ও ৎবঢ়ষু ঃড় ঃযরং পড়সঢ়ষধরহঃ? এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান কোনো মন্তব্য দিতে রাজি হননি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য