ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৭ জনের মৃত্যু দুই ভাই বিয়ে করলেন এক নারীকে, খুশি নববধূও বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, উদ্বেগে ভারত যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যে ভারতে তোলপাড় গাজায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল সৌদিতে ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার রোনালদোকে টপকে গেলেন মেসি বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তুরস্ক সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়রথ চলছে বাংলাদেশের ‘বাংলাদেশর আরও বেশি টাকা পাওয়া উচিত’ অলিম্পিক ক্রিকেটে এশিয়া থেকে জায়গা পাবে মাত্র একটি দল ক্রিকেটে রাজনীতি, বাতিল হলো ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেটে বাজেট বাড়ালো পিসিবি স্টেডিয়ামে দর্শকদের দুর্ভোগ কমাতে নতুন উদ্যোগ বিসিবির জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজট, ভোগান্তি ১৯৭১ ও গণতন্ত্রের বিষয়ে ছাড় নয়-মির্জা ফখরুল ইসলাম আ’লীগ-বিএনপি হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে— গোবিন্দচন্দ্র গোপালগঞ্জে ৪ মামলায় আসামি ৩০০৮ গ্রেফতার ৩০৬ সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত রাজধানীতে ফুটপাত দখল করে দোকানপাট ঝুঁকিতে পথচারীরা

ক্রিকেটে রাজনীতি, বাতিল হলো ভারত-পাকিস্তান ম্যাচ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৮:১৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৮:১৫:৫১ অপরাহ্ন
ক্রিকেটে রাজনীতি, বাতিল হলো ভারত-পাকিস্তান ম্যাচ
গেল মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব আছড়ে পড়েছে ক্রিকেটে। যার জেরে বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তানের একটি ম্যাচ বাতিল হয়ে গেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টের দ্বিতীয় আসরে গতকাল রোববার পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু শিখর ধাওয়ানসহ ভারতীয় দলের একাধিক ক্রিকেটার জানিয়ে দেন, তারা এই ম্যাচ খেলবেন না। যে কারণে বাধ্য হয়ে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ইংল্যান্ডের এজবাস্টনে এটি ছিল টুর্নামেন্টে ভারতের প্রথম আর পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ। এর আগে গত শুক্রবার উদ্ধোধনী ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়নকে ৫ রানের হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান চ্যাম্পিয়ন। শিখর ধাওয়ান গত শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেন, তিনি বার্মিংহামে অনুষ্ঠেয় ম্যাচে খেলবেন না। তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি চিঠি শেয়ার করা হয়। যাতে লেখা ছিল, ‘এটি নিশ্চিতভাবে জানানো হচ্ছে যে শ্রী শিখর ধাওয়ান ডব্লিউসিএল লিগে পাকিস্তান দলের বিপক্ষে কোনো ম্যাচে অংশগ্রহণ করবেন না। এই সিদ্ধান্তটি ১১ মে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলোচনায় জানানো হয়েছিল।’ চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও ভারত-পাকিস্তানের মধ্যকার টানাপোড়েন বিবেচনায় ধাওয়ান ও তার দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা লিগ কর্তৃপক্ষের সহযোগিতা ও বোঝাপড়ার অনুরোধ করছি।’ গত বছর এজবাস্টনে আয়োজিত ছয় দলের উদ্বোধনী ডব্লিউসিএল আসরের ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত ৫ উইকেটে জয় পায়। ম্যাচ বাতিলের জন্য দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে আয়োজকরা বলেন, ‘আমরা ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আবারও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আশা করছি মানুষ বুঝবেন। আমরা কেবল ভক্তদের জন্য কিছু সুন্দর মুহূর্ত তৈরি করতে চেয়েছিলাম।’ ভারত যে এই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাবে সেটি আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ, গত শনিবারই ভারতের জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়- হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান ও ইউসুফ পাঠান পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেন। উল্লেখ্য, গেল এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স