ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০১:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০১:৩১:৫১ অপরাহ্ন
অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গত শনিবার মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (সামুরাই) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। র‌্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়, এই গ্যাং সদস্যরা দিনের আলো কিংবা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ, মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। তারা সংঘবদ্ধভাবে জনসাধারণের চলাচলের নিরাপত্তা বিঘ্ন ঘটিয়ে আসছিল। র‌্যাব আরও জানায়, মোহাম্মদপুরসহ র‌্যাব-২-এর দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এসব গ্যাং সম্পর্কে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স