
বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ


এস এম সুমন রশিদ,আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটার কৃতি সন্তান, দীর্ঘ ১৬ বছর মাতৃভূমি থেকে সুদুর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে থাকা মাওলানা শামীম আহমেদের দেশে ফেরা নিয়ে পাথরঘাটা-বামনায় তার অনুসারীদের মাঝে উৎসবের আমেজ বইলেও প্রতিপক্ষ হেভিওয়েট নেতা ও কর্মীদের মাঝে বইছে কালো মেঘের ছায়া।
মাওলানা শামীম সুদুর লন্ডনে থেকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের স্বীকার হয়ে লন্ডনে নির্বাসিত রয়েছেন ১৬ বছর ধরে। লন্ডনে থেকেও তাকে হতে হয়েছে আওয়ামী সরকারের আমলের ৬৮ টি মামলার আসামী। দীর্ঘ ১৬ বছরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেও ভুলে যাননি এলাকার মানুষের কথা। তাইতো তিনি এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে তারই প্রতিষ্ঠিত লন্ডনে গড়ে তোলা কোম্পানির অনুকূলে নিজ এলাকার উন্নয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পাশ করিয়েছেন ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প। যা এলাকার উন্নয়নে ব্যায় করা হবে।
আগামী ২৯শে জুলাই রাতে এমিরাত এয়ারের বিমানে দেশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন এবং ৩০শে জুলাই ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। আগষ্টের ১০ তারিখের মধ্যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশ আসবেন এবং মাওলানা শামীম আহমেদ কে নিয়ে
পাথরঘাটা-বামনার এলাকার গৃহীত প্রকল্পের উদ্ভোদন করবেন।
এ সংবাদ এলাকায় প্রকাশ হলে শামীম সমর্থকদের মাঝে বইছে উৎসবের আমেজ আর বিপরীতে ১/১১ র কুশীলবরা নিমজ্জিত হতাশার কালোমেঘে। তারা ইতিপূর্বে জেনেছেন বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন মাওলানা শামীম আহমেদ।
এ বিষয়ে মাওলানা শামীম আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান, বিগত ১৬ বছর আমার নেতার সাথে লন্ডন থেকেও ৬৮টি মামলার আসামী হতে হয়েছে। আর হেভিওয়েট নেতা দেশে থেকেও তার বিরুদ্ধে নেই কোন মামলা। এ ছাড়াও ঐ নেতা ১/১১ তে দেশমাতা বেগম খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তা এলাকা বাসী সহ দেশবাসী জানেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ