ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’ ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার বাংলাদেশে প্রথমবার পারফর্ম করবেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা ‘সিরিয়াল কিসার’ ইমরান: ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি, তবুও মেনে নিয়েছে পরিবার সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ বিকট শব্দের পর আগুন, মুহূর্তেই ঝলসে যায় আমার মুখ নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে সিএমএইচে মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত এফ-৭ : কী আছে এই চীনা যুদ্ধবিমানে? বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মোদি আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ২০ জনের মৃত্যু আহত দেড় শতাধিক আমতলীতে বিএনপি'র ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস

সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৫:৫২ অপরাহ্ন
সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন
লালনসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় দুই সপ্তাহ চিকিৎসা গ্রহণের পর তিনি বর্তমানে আশানুরূপভাবে সুস্থতার দিকে রয়েছেন।
ফরিদা পারভীন গত ৫ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এবং সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয়। এর পাশাপাশি তার শরীরে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা বিদ্যমান ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নানসহ একাধিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলেছে।
শুধু ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালই নয়, দেশের অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন ফরিদা পারভীন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, “ফরিদা পারভীন ঝুঁকিপূর্ণ অবস্থা কাটিয়ে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে যেহেতু তিনি কিডনি বিকলজনিত জটিলতায় ভুগছেন, ভবিষ্যতেও শারীরিক অবস্থার অবনতি হতে পারে।”
সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম জানান, “তিনি এখন বাসায় আছেন এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ। সকলের কাছে তার জন্য দোয়া চাইছি।”
সংগীতে দীর্ঘ পথচলার অধিকারী এই শিল্পী ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে সঙ্গীতজগতে যাত্রা শুরু করেন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে খ্যাতি অর্জন করেন তিনি। ১৯৮৭ সালে সংগীত ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য একুশে পদক এবং ১৯৯৩ সালে চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও ২০০৮ সালে জাপান সরকার তাকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড’ প্রদান করে।
এই কিংবদন্তি শিল্পীর সুস্থতা দেশের সংগীতাঙ্গন ও তার ভক্ত-অনুরাগীদের জন্য এক আনন্দঘন সংবাদ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ