একটি গ্রামের অলস ও বোকা ব্যক্তিদের নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে আরটিভির পর্দায়।
নাটকটি রচনা করেছেন সুজিত বিশ্বাস, পরিচালনায় আছেন নাসির উদ্দিন মাসুদ।
এতে অভিনয় করেছেন সমু চৌধুরী, তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সেলজুক, ফাতেমা হীরাসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, এক সময়ের সোনার চর নামের একটি গ্রামের নাম বদলে রাখা হয়েছে ‘চালাক চর’। তবে নামের সঙ্গে বাস্তবতার মিল নেই। বরং গ্রামের অধিকাংশ মানুষ বোকা, তবে তারা নিজেদের অনেক বুদ্ধিমান মনে করে।
প্রতিদিনকার ছোট ছোট বোকামি থেকে তৈরি হয় নানা হাস্যকর পরিস্থিতি। কেউ তালা দিয়ে চাবি তালার পাশেই ঝুলিয়ে রাখে, আবার কোনো চোর চুরি করতে গিয়ে কিছু না পেয়ে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে এমন সব ঘটনা দেখানো হয়েছে নাটকে।
পরিচালক মাসুদ জানিয়েছেন, ‘চালাক চরের’ মানুষদের অকল্পনীয় বোকামির মধ্য দিয়েই এগিয়ে চলে এই ধারাবাহিকের গল্প।
নাটকটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’
- আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:১১:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:১১:২৯ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ