ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৪৪৪ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’ ছুটি কাটাতে গিয়ে স্রোতের টানে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার বাংলাদেশে প্রথমবার পারফর্ম করবেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ, ‘গহীন অতল’ নিয়ে নতুন যাত্রা ‘সিরিয়াল কিসার’ ইমরান: ঘনিষ্ঠ দৃশ্যে স্ত্রীর আপত্তি, তবুও মেনে নিয়েছে পরিবার সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন বিএনপি নেতা শামীম আসার সংবাদ পেয়ে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ বিকট শব্দের পর আগুন, মুহূর্তেই ঝলসে যায় আমার মুখ নাতনিকে হারিয়ে আহাজারি আমার কলিজারে আজরাইলে নিছে সিএমএইচে মৃত্যুকে আলিঙ্গন করলেন পাইলট শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত এফ-৭ : কী আছে এই চীনা যুদ্ধবিমানে? বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মোদি আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ২০ জনের মৃত্যু আহত দেড় শতাধিক

সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:১১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:১১:২৯ অপরাহ্ন
সমু চৌধুরীর হাসির নাটক ‘নামে চালাক কামে বোকা’
একটি গ্রামের অলস ও বোকা ব্যক্তিদের নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে আরটিভির পর্দায়।
নাটকটি রচনা করেছেন সুজিত বিশ্বাস, পরিচালনায় আছেন নাসির উদ্দিন মাসুদ।
এতে অভিনয় করেছেন সমু চৌধুরী, তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সেলজুক, ফাতেমা হীরাসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, এক সময়ের সোনার চর নামের একটি গ্রামের নাম বদলে রাখা হয়েছে ‘চালাক চর’। তবে নামের সঙ্গে বাস্তবতার মিল নেই। বরং গ্রামের অধিকাংশ মানুষ বোকা, তবে তারা নিজেদের অনেক বুদ্ধিমান মনে করে।
প্রতিদিনকার ছোট ছোট বোকামি থেকে তৈরি হয় নানা হাস্যকর পরিস্থিতি। কেউ তালা দিয়ে চাবি তালার পাশেই ঝুলিয়ে রাখে, আবার কোনো চোর চুরি করতে গিয়ে কিছু না পেয়ে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে এমন সব ঘটনা দেখানো হয়েছে নাটকে।
পরিচালক মাসুদ জানিয়েছেন, ‘চালাক চরের’ মানুষদের অকল্পনীয় বোকামির মধ্য দিয়েই এগিয়ে চলে এই ধারাবাহিকের গল্প।
নাটকটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ