
দোকানে ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ‘চুরির উদ্দেশে’ দোকানে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিদুয়ান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদীমোরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিদুয়ান রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের ফরিদ আলমের ছেলে। জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে মঞ্জুর আলমের মালিকানাধীন একটি কাঠের দোকানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহত যুবক রাতে দোকানের পূর্ব পাশে টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় দোকানে থাকা বৈদ্যুতিক মোটর থেকে শর্ট-সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিদুয়ান চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ