ঢাকা , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মনিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সভাপতি মেজবাহ ও সম্পাদক মো. রাজিব নগরকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ঘুষ ছাড়া পুলিশে নিয়োগ পেলেন ৪৭ কনস্টেবল বোচাগঞ্জ উপজেলা পরিষদে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান তোফায়েল লিটন চৌধুরী কুমিল্লায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৯০ কেজি গাঁজাসহ আটক ২ সোনারগাঁওয়ে সাড়ে ৭শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংস্করণের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভাঙনের মুখে ২৫ কিলোমিটার এলাকা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো মরক্কো অ্যান্ডোরার বিপক্ষে হতাশাজনক জয় ইংল্যান্ডের আর্মেনিয়ার জালে পর্তুগালের গোল উৎসব নেপালের সাথে ড্র করতে পেরে খুশি ক্যাবরেরা পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ১ হারারেতে লংকানদের বিপক্ষে সহজ জয় পেলো জিম্বাবুয়ে বুলবুলকে হুমকির অভিযোগে যা বললেন তামিম এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়লো টাইগাররা ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত পোরশায় নকল ঔষধ কারখানায় অভিযান ভোটিং প্রক্রিয়া নিয়ে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন

পঞ্চগড়ে ২৮ ভুয়া মামলা নিষ্পত্তি, মুক্তি পেলেন ৩ হাজার আসামি

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:২৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:২৭:০৭ অপরাহ্ন
পঞ্চগড়ে ২৮ ভুয়া মামলা নিষ্পত্তি, মুক্তি পেলেন ৩ হাজার আসামি
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা ২৮টি মিথ্যা মামলা বাতিল (নিষ্পত্তি) করেছেন আদালত। এতে দীর্ঘদিন পর হয়রানির হাত থেকে রক্ষা পেয়েছেন এসব মামলার প্রায় তিন হাজার আসামি, যাদের মধ্যে বিএনপি নেতাকর্মীর সংখ্যা প্রায় দুই হাজার। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি চত্বরে পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিপি অ্যাডভোকেট আদম সূফি। তিনি বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিত্তিহীন মামলা করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর আইনি পর্যালোচনা শেষে মিথ্যা ২৮টি মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুত এসব মামলা নিষ্পত্তি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের পর গতি আসে আইনি প্রক্রিয়ায়। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিচার বিভাগ, আইন মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন যৌথভাবে মামলাগুলো পর্যালোচনা করে। অনেক মামলায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সাধারণ মানুষকেও আসামি করা হয়েছিল। এসব মামলার কারণে অনেকেই পড়েছেন চরম দুর্ভোগে। তাদের পেশা, জীবনযাত্রা, সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা মুক্ত- এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। অনেক মানুষ জানেন না, তাদের নামে থাকা মামলা নিষ্পত্তি হয়ে গেছে। তাই এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জনগণকে বিষয়টি জানাতে চাই, যেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, এপিপি আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন। এছাড়া জেলার গণমাধ্যমকর্মী ও আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফি জানান, এ ২৮ মামলার প্রায় তিন হাজার আসামির মধ্যে প্রায় দুই হাজারের মতো বিএনপি নেতাকর্মী। বাকিরা সাধারণ মানুষ। এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বিচারবিভাগ ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। যে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি বা বাতিল করা হয়েছে- সেসব মামলার আসামিরা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। তবে এমন আরও মামলা রয়েছে। যেগুলোর কারণে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এখনো হয়রানির শিকার হচ্ছেন, লুকিয়ে বেড়াচ্ছেন। আশা করব, সেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলাও তদন্ত সাপেক্ষে দ্রুত নিষ্পত্তি বা বাতিল করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য