
কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২


কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-১৪ এর সদস্যরা। গত সোমবার এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভুক্তভোগী মা ও কিশোরী মেয়েকে পান করায়। অচেতন হয়ে পড়ার পর দুজনকেই তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। জ্ঞান ফিরে এলে ভুক্তভোগীরা বিষয়টি পরিবার ও প্রশাসনকে জানান। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের ‘বি’ ব্লকের সৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) ও মো. হোসেনের ছেলে মো. হাবিব উল্লাহ (১৯)। উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ