
প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে : বিমান বাহিনী প্রধান
- আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৫:২০:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৫:২০:২৭ অপরাহ্ন


রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের খবর লুকানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, এ তথ্য কার কাছ থেকে লুকাব। কেনও লুকাব। আমরা সবাই এ দেশের মানুষ। যখনই আমাদের কাছে ঘটনার আপডেট আসছে তখনই আইএসপিআরের মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিমান বাহিনীর এয়ার বেইজে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, আহতরা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, বিমানের ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, সামাজিকমাধ্যমে অনেক গুজব চলছে, যা দুঃখজনক। গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ