
গোপালগঞ্জের ঘটনায় আরও ২ মামলা
- আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:২৮:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:২৮:৩৯ অপরাহ্ন


গোপালগঞ্জ প্রতিনিধি
এনসিপির মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। মামলায় ১ হাজার ৪৪২ জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাতে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে ৮২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। একইদিন সদর থানায় গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই জেলা কারাগারের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ভাঙচুরের মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার সংখ্যা ১০টি। এসব মামলায় ৯ হাজার ৮৪৬ জনকে আসামি করা হয়েছে। ৩২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম জানান, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও পথসভাকে ভন্ডুল করতে টুঙ্গিপাড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় মামলা করেছেন। এর আগে ১৯ জুলাই রাতে নিহত ৪ যুবকের পক্ষে পুলিশ বাদী হয়ে চারটি হত্যা মামলা করেন। নিহত সোহেল রানা পক্ষে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ (মামলা নম্বর- ১৯), নিহত দীপ্ত সাহার পক্ষে উপ-পরিদর্শক শামীম হোসেন (মামলা নম্বর- ১৮), নিহত ইমন তালুকদারের পক্ষে উপ-পরিদর্শক শেখ মিজানুর রহমান (মামলা নম্বর- ২০)বাদী হয়ে হত্যা মামলা করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাত ১৫০০ আসামি করা হয়েছে। অপর মামলাটি রমজান কাজির পক্ষে করেন উপ-পরিদর্শক মো. আইয়ুব আলী (মামলা নম্বর- ১৭) ওই মামলায় অজ্ঞাত ৯০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় নতুন ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গতকাল বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ