নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য আপলোডের নির্দেশ ইসির

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩১:২৫ অপরাহ্ন
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে ২০০৭ সালের ভোটারদের ২ নম্বর ফরম আপলোড করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ২০০৭ সালের ভোটারদের মধ্যে ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম এনআইডির সার্ভারে আপলোড করা আছে। এনআইডির ২ নম্বর ফরমে (ফরম-২) সাধারণত নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ অন্তর্ভুক্ত থাকে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ, ইত্যাদি। এছাড়াও, এই ফরমে আবেদনকারীর স্বাক্ষর, ছবি এবং আরও কিছু প্রাসঙ্গিক তথ্য থাকে। সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়টি উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। তিনি ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সবার ২ নম্বর ফরম স্ক্যান সম্পন্ন করে সার্ভারে আপলোড করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, ২০০৭ সাল থেকে যেসব ভোটারের ২ নম্বর ফরম সার্ভারে আপলোড করা হয়নি, সেসব ভোটারের ২ নম্বর ফরম দ্রুত সার্ভারে আপলোড করা প্রয়োজন। অনেক স্থানে ফরমসমূহ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে সভায় এনআইডি পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, ২০০৭ সালে হওয়া ভোটারদের মধ্যে এ পর্যন্ত ২ কোটি ৩৮ লাখ ভোটারের ২ নম্বর ফরম স্ক্যান করা হয়েছে। অবশিষ্ট ফরমসগুলোও দ্রুততার সঙ্গে স্ক্যান সম্পন্ন করা এবং সার্ভারে আপলোড দেওয়া প্রয়োজন। কারিগরি ২ নম্বর ফরম স্ক্যানের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্পেসিফিকেশন মেইনটেইন করার অনুরোধ করেন তিনি। এনআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৭ সালের ভোটারদের সব ২ নম্বর ফরম আপলোড করা হয়নি। বর্তমানে যেসব ফরম ভালো আছে, সেসব ফরম আপলোডের উদ্যোগ নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৭ সালের ভোটারের ২ নম্বর ফরম আপলোড করতে আইডিইএ-২ প্রকল্প পরিচালক ও সিস্টেম ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net