ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩৭:০৮ অপরাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় গলা কেটে ভাবি লিপি আক্তারকে (৩০) হত্যার দায়ে চাচাতো দেবর রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত রাসেল নেত্রকোনার পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। নিহত লিপি একই গ্রামের বাসিন্দা ও পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী। মামলার বিবরণে পিপি জানান, নিহত লিপির স্বামী আজিজুল ইসলাম চাকরির কারণে বাড়িতে না থাকায়, তার অনুপস্থিতিতে রাসেল মিয়া প্রেমসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে লিপিকে উত্ত্যক্ত করতেন। লিপি এতে সাড়া না দিলে রাসেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে ২০২০ সালের ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে লিপির গলার শ্বাসনালি কেটে তাকে হত্যা করেন রাসেল। পরে নিহতের বড় বোন ফেরদৌসী বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিপি আরও জানান, মামলায় ১৫ জন সাক্ষ্য দেন। এছাড়া আসামি রাসেল মিয়াও আদালতে হত্যার দায় স্বীকার করেন। বিচারক রায়ে রাসেল মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net