দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফিরেছেন। এর মধ্যে টানা ম্যাচও খেলা হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। শ্রীলঙ্কায় তিন টি-টোয়েন্টির দুইটি খেলার পর ঢাকায় এসে আবার দলের বাইরে। টানা দুই ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে মিরপুর শেরে বাংলায় শেষ টি-টোয়েন্টিতে ফিরে ব্যাটে-বলে খারাপ করেননি সাইফউদ্দিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। পরে দলের বিপর্যয়ের মুখে খেলেন ৩৪ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস। সবমিলিয়ে সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি অধিনায়ক লিটন দাস। দীর্ঘদিন পর দলে ফেরা একজন ক্রিকেটারের জন্য পারফর্ম করা এত সহজ নয়, মনে করিয়ে দেন লিটন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন কি দলের চাহিদা পূরণ করতে পেরেছেন? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে লিটন বলেন, ‘আমার মনে হয়, সে (চাহিদা) ফুলফিল করেছে। তার জন্য সহজ না, এতদিন পর খেলায় ফেরা...এখানে টানা দুই ম্যাচ খেলেনি। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো করেছে। সে যে সামর্থ্যরে খেলোয়াড়, সেরাটা দিতে পারলে বাংলাদেশ দল অনেক উপকৃত হবে।’