পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন আফ্রিদি

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০১:২৩ অপরাহ্ন
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে যথারীতি সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডের বাইরেই রয়েছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। প্রত্যাশিতভাবেই টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। অভিজ্ঞ পেসার হারিস রউফ ও হাসান আলিকেও টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ২০ ওভারের ফরম্যাটে বর্তমান পাকিস্তানের পরিচিত মুখ সাইম আয়ুব, ফখর জামান, হাসান নওয়াজ, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ স্কোয়াডে রয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ভালো পারফর্ম করলেও সালমান মির্জা এবং আহমেদ দানিয়ালকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটে না থাকলেও বরাবরের মতোই ওয়ানডে অধিনায়ক হিসেবে স্কোয়াডে আছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া অভিজ্ঞ ব্যাটার বাবর, আব্দ্লুাহ শফিক ও অভিজ্ঞ পেসার নাসিম শাহও কেবল ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। আগামী ১ আগস্ট তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। সবগুলো টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। এরপর সফরের বাকি অংশ ত্রিনিদাদে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাধ্যমে সম্পন্ন করবে দুই দল।
 
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
 
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড-
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net