আট বছর পর টেস্টে ৫ উইকেট শিকার স্টোকসের

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০২:২০ অপরাহ্ন
ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৭২ রানে ৫ উইকেট শিকার করেছেন ইংল্যান্ড অধিনায়ক পেসার বেন স্টোকস। তার বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় ভারত। জবাবে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান করেছে ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৩ রানে পিছিয়ে ইংলিশরা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৪ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ৯৬ রান যোগ করে ৩৫৮ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। পায়ের ইনজুরি নিয়ে খেলতে নেমে ৫৪ রানে আউট হন ঋসভ পান্ত। এছাড়া শারদুল ঠাকুর ৪১, ওয়াশিংটন সুন্দর ২৭ রান করেন। প্রথম দিন সাই সুদর্শন ৬১ ও যশ্বসী জয়সওয়াল ৫৮ রান করেছিলেন। ইংল্যান্ডের বেন ২৪ ওভার বল করে ৭২ রানে ৫ উইকেট নেন। ২০১৭ সালের পর এবং ইংল্যান্ডের কোন অধিনায়ক এই প্রথমবার টেস্টের ইনিংসে ৫ উইকেট শিকার করলেন স্টোকস। এই নিয়ে পঞ্চমবার টেস্ট ক্যারিয়ারের ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টোকস। নিজেদের ইনিংস শুরু করে উদ্বোধনী জুটিতে ১৯৫ বলে ১৬৬ রান যোগ করেন ইংল্যান্ড দুই ওপেনার ক্রলি ও ডাকেট। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ক্রলি ৮৪ ও ডাকেট ৯৪ রানে আউট হন। দিন শেষে ওলি পোপ ২০ ও জো রুট ১১ রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত অংশুল কম্বজ ও রবীন্দ্র জাদেজা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net