বার্নাব্যু ছাড়তে নারাজ এনদ্রিক

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০৩:৩০ অপরাহ্ন
২০২২ সাল। এনদ্রিক তখন ১৬ বছরের কিশোর, খেলেন পালমেইরাসে। সেখানে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের প্রতিভা দেখে রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নেয় তার সঙ্গে চুক্তি করার। অবশেষে ২০২৪ সালে ১৮ বছর পূর্ণ হলে ৭২ মিলিয়ন ইউরোর (প্রায় ৮৪.৫ মিলিয়ন ডলার) বিনিময়ে এনদ্রিকের সঙ্গে চুক্তি করে ফেলে রিয়াল। কিন্তু মাদ্রিদের মাটিতে পা রাখা এনদ্রিকের জন্য যতটা স্বপ্নের মতো মনে হয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল ততটাই কঠিন। অনেক তারকার ভীড়ে রিয়ালে খুব বেশি খুঁজে পেতেন না তিনি। দলে খুব একটা সুযোগ পেতেন না। ২০২৪ সালের আগস্টে অভিষেকের পর থেকে লস ব্লাঙ্কসদের হয়ে মাত্র ৮৪৭ মিনিট খেলার সুযোগ হয় এই ব্রাজিলিয়ানের। নিয়মিত বেঞ্চে বসে থাকার কারণে খেলোয়াড় হিসেবে এনদ্রিকের বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে বলে মনে করছে রিয়াল। যে কারণে স্প্যানিশ লা লিগার ক্লাবটি তাকে ধারে অন্য দলে পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবে ইএসপিএন ব্রাজিলকে একটি সূত্র জানিয়েছে, এনদ্রিক বার্নাব্যুতেই থাকতে চান। রিয়ালের ঢেরায় বসেই স্বদেশি ভিনিসিউস জুনিয়রের পথ অনুসরণ করতে চান তিনি। রিয়ালের মূল দলে কিলিয়ান এমবাপের জায়গা পাকাপোক্ত। কিন্তু ফরাসি তারকা অনুপস্থিত থাকলেও ফরোয়ার্ড পজিশনে কোচরা অন্যদের ওপর ভরসা করেন। কোপা দেল রেতে ৬ ম্যাচে ৫ গোল করে নিজের গোলস্কোরিং দক্ষতা দেখালেও এনদ্রিককে বিবেচনায় নিচ্ছেন না তারা। এদিকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও এনদ্রিককে অন্য ক্লাবে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। ইতালিয়ান কোচ চান, নিয়মিত খেলে তরুণ এই ফরোয়ার্ড ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে নিক। আর নিয়মিত খেলতে গেলে এনদ্রিকের রিয়াল ছাড়ার কোনো বিকল্পও নেই। নতুন কোচ জাবি আলোনসো এলেও এনদ্রিককে নিয়ে রিয়ালের অবস্থান পাল্টায়নি। বোর্ড ও কারিগরি টিমের আলোচনার পর রিয়াল মনে করে, লা লিগার অন্য কোনো দলে ধারে পাঠানোই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত, যেখানে নিয়মিত খেলার মাধ্যমে এনদ্রিক স্প্যানিশ ফুটবলে মানিয়ে নিতে পারবেন। তবে রিয়ালের পক্ষ থেকে এনদ্রিককে ছেড়ে দেওয়ার মানে এই নয় যে, তিনি গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেই চলে যাবেন। যদিও আলোনসোর ব্যবহৃত দুই ফরোয়ার্ড ফর্মেশন এনদ্রিকের জন্য অনুকূল নয়। তবে এনদ্রিক ও তার টিম বিশ্বাস করে, তিন ফরোয়ার্ডের ফর্মেশন এই ব্রাজিলিয়ানের জন্য সুযোগ তৈরি করতে পারে। বর্তমানে ইনজুরি থেকে পুনরুদ্ধারের পথে আছেন এনদ্রিক। আশা করছেন আগামী সেপ্টেম্বরে প্রত্যাবর্তনের পর কোচ আলোনসোকে প্রমাণ করতে পারবেন যে তিনি দলে থাকার যোগ্য। সব মিলিয়ে রিয়ালের কাছে এনদ্রিক ভবিষ্যতের সম্পদ হলেও বর্তমান পরিস্থিতি এবং নিয়মিত খেলার প্রয়োজনীয়তা তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net