ডেমরায় চুরির অভিযোগে গণপিটুনিতে তরুণ নিহত, গ্রেফতার ১

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০২:৫৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০২:৫৬:১৬ অপরাহ্ন
রাজধানীর ডেমরার সাইনবোর্ড শাপলা চত্বর সংলগ্ন ‘আল আকসা টাওয়ার’ নামে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছে। নিহতের নাম মো. সোয়াদুল ইসলাম সোয়াদ (১৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গত  বৃহস্পতিবার বিকালে সোয়াদের বাবা মো. মফিজুল ইসলাম ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ডেমরার বড়ভাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত মো. আল মামুন (২৪) নামে নির্মাণাধীন ভবনের এক ঠিকাদারকে গ্রেফতার করে। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মো. আবুল হাশেমের ছেলে। নিহতের বাবা ও মামলার বাদী মফিজুল ইসলাম জানান, ১৫ দিন আগে সোয়াদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার থানারপাড়া এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বিকালে আত্মীয়স্বজনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন, তার ছেলের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এরপর তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।তিনি বলেন, আমার ছেলেকে মোবাইল চুরির অভিযোগ তুলে নির্মাণাধীন ভবনে আটক করে পিটিয়ে হত্যা করেছে। আমরা পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বেশ কয়েকজন মিলে ছেলেটিকে নির্মমভাবে মারধর করে। বেশিরভাগই এখন পলাতক।
ডেমরা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত বুধবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টার মধ্যে আল আকসা টাওয়ারে সোয়াদকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। মোবাইল চুরির অভিযোগে তার ওপর নির্মমভাবে হামলা চালায় ভবনের নির্মাণসংশ্লিষ্ট লোকজন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ডেমরা থানা পুলিশ উদ্ধার করে সকালেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ঢামেক মর্গে পাঠায়। পরবর্তীতে নিহতের বাবা থানায় এসে লিখিত অভিযোগ দিলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়। তদন্তের অংশ হিসেবে আমরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত ঠিকাদার আল মামুনকে গ্রেফতার করেছি। তাকে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net