বোনের বাসায় বেড়াতে এসে বখাটের হাতে তরুণ খুন

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১০:৫৩:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১০:৫৩:৩০ পূর্বাহ্ন
রাজধানীর মোহাম্মদপুরে বোনের বাড়িতে বেড়াতে এসে ফজলে রাব্বি সুমন (২৬) নামের এক তরুণ বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় শিকদার মেডিকেল পরে বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃতের বোন তানিয়া আক্তার জানান, সুমন পরিবার নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে পরিবারসহ তার বাসায় বেড়াতে আসে। তিনি বলেন, আমি রান্না করার কাজে ব্যস্ত ছিলাম। তখন সুমন বাইরে ঘুরতে বের হয়। কিছু সময় পরে খবর পাই, বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে স্থানীয় বখাটে মুন্না নামের এক যুবক সুমনকে দেখে প্রথমে তার কাছে টাকা চায়, পরে তার কাছে থাকা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন ধস্তাধস্তির একপর্যায়ে ডান পায়ে হাটুর ওপরের উরুতে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। মৃত সুমন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামের রিকশাচালক বশির আহমেদের ছেলে। বর্তমান সাইনবোর্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার এক ছেলে ও এক মেয়ে। দুই ভাই, দুই বোনের মধ্যে সে সবার ছিল বড়। হার্ডওয়ারের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন সুমন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net