ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন দানিশ

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৬:৪৮ অপরাহ্ন
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলায় ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। তিনি এমন সময় ভারতীয় ক্রিকেটারদের দিকে সমালোচনার তির ছুঁড়লেন, যখন এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ চূড়ান্ত হয়। গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি নিশ্চিত করেন, ২০২৫ সালের এশিয়া কাপ আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আর গ্রুপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। নকভি একাই এমন সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাপারটি মোটেও এমন নয়। গত বৃহস্পতিবার ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যোগ দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লার সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্রুপ পর্বে এক ম্যাচ নিশ্চিতের পাশাপাশি ফাইনাল পর্যন্ত গেলে আরও দুবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। এই ঘোষণার প্রেক্ষিতে কানেরিয়া এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘ভারতীয় খেলোয়াড়রা ডব্লিউসিএল বয়কট করে এটিকে ‘‘জাতীয় দায়িত্ব’’ বলেছিলেন। কিন্তু এখন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলায় কোনো আপত্তি নেই? যদি (এশিয়া কাপে) পাকিস্তানের বিরুদ্ধে খেলা ঠিক হয়, তাহলে ডব্লিউসিএল এ খেলাও ঠিক হতো। নিজের সুবিধামতো দেশপ্রেম ব্যবহার বন্ধ করুন। খেলাকে খেলাই থাকতে দিন, প্রচারণার হাতিয়ার বানাবেন না।’ আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপ আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগের এশিয়া কাপটি ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল ভারত।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net