গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:০২:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:০২:১১ পূর্বাহ্ন
রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম প্রান্ত পাল (১৬)। পেশায় তিনি ছিলেন একজন ঝালমুড়ি বিক্রেতা। গত শনিবার রাত ১০টার দিকে গুলিস্তান বঙ্গভবনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তার বাবা শ্রী উজ্জ্বল পাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত প্রান্ত পাল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামের বাসিন্দা উজ্জ্বল পালের ছেলে। জীবিকার তাগিদে পরিবারসহ ঢাকায় এসে ঝালমুড়ি বিক্রি করতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net