চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ

আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৪১:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৪১:৩৯ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে গ্যাস লাইন লিকেজের কারণে শহরের একাংশে সরবরাহ বন্ধ রয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী মহসিন রোডে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টা থেকে লিকেজ স্থানে সড়ক কেটে লিকেজ মেরামতের জন্য কাজ শুরু হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজী মহসিন রোড মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজের সামনে গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং চাঁদপুর গ্যাস অফিসে ফোন করে বিষয়টি জানান। ব্যবসায়ীরা আরও জানান, কয়েকদিন আগেও ওই স্থান থেকে কয়েকগজ দূরে আগুন লাগে। ওই স্থান মেরামত করার পর আবারও একই ঘটনা ঘটে। শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিন ও মো. বিল্লাল মিজি বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে লাইনে ত্রুটি ও যান্ত্রিক সমস্যা হতে পারে। কিন্তু গ্যাস কোম্পানি থেকে কোনো সতর্কবার্তা কিংবা মাইকিং করা হয়নি। যে কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। খাবার হোটেলে লাইন দিয়ে সকালের নাস্তা ও দুপুরের খাবার কিনতে হয়েছে। মেরামতের কাজে আসা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহের এ লাইন অনেক পুরোনো। লাইন স্থাপনের পর এ সড়ক কয়েকবার উঁচু করা হয়েছে। যে কারণে মেরামত করতে একটু সময় লাগবে। গত রোববার আগুনের সংবাদ পেয়ে শহরের দক্ষিণাঞ্চল অর্থাৎ রেললাইনের দক্ষিণ পাশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে এ অংশে থাকা পুরাণ বাজার অংশের সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কোম্পানির কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান বলেন, রাতে সংবাদ পেলেও কাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net