নিজেকে ছাড়িয়ে যেতে চান দানি ওলমো

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৬:৫৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৬:৫৯:৫১ অপরাহ্ন
লা লিগায় অভিষেক মৌসুমেই দারুণ পারফরম্যান্সের পর আরও বড় কিছু অর্জনের প্রত্যাশায় নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন বার্সেলোনার মিডফিল্ডার দানি ওলমো। ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি ও দলগত সাফল্যের পুনরাবৃত্তি-দুই লক্ষ্য সামনে রেখেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
বার্সেলোনার যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা ওলমো ইউরোপিয়ান ফুটবলে নিজের অবস্থান গড়ে তোলেন ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে। এরপর খেলেছেন জার্মানির লাইপজিগে। সেখান থেকেই ২০২৪ সালের অগাস্টে ফিরে আসেন কাতালান ক্লাবে। তবে শুরুটা সহজ ছিল না তার জন্য। নিবন্ধন জটিলতার কারণে লা লিগার প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি।
পরে সেই বাধা কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। গত মৌসুমে লা লিগায় ১০টি গোলসহ সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১২টি গোল করেন তিনি, সঙ্গে যুক্ত করেন ৭টি অ্যাসিস্ট।
বর্তমানে বার্সেলোনা এশিয়া সফরে রয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতিতে। সেখানেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে দানি ওলমো জানান, তার লক্ষ্য অন্তত দুই অঙ্কের গোল করা, এবং সম্ভব হলে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল স্পর্শ করা। ওলমোর ভাষায়, “২০ গোল করতে পারলে মৌসুমটা সফল বলা যাবে।”
পেছনের মৌসুমে বার্সেলোনাও দলগতভাবে ছিল দুর্দান্ত ছন্দে। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগা-তিনটি শিরোপাই জেতে ক্লাবটি। একই মৌসুমে চারবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে প্রতিবারই জয়ী হয় বার্সেলোনা। সেইসঙ্গে উঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও।
তবে এত সাফল্যের পর নতুন মৌসুমে প্রত্যাশার চাপ ও প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হবে বলেই মনে করেন ওলমো। ইয়োহান ক্রুইফের বিখ্যাত মন্তব্য টেনে এনে তিনি বলেন, “যেকোনো প্রকল্পের দ্বিতীয় মৌসুম সবচেয়ে কঠিন হয়।” এ প্রসঙ্গে ওলমো বলেন, “তিনটি শিরোপা ও ইউরোপের সেরা চারে থাকার পর এবার সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। ফুটবলের সৌন্দর্যই তো এটায়-প্রতি বছর নিজেকে প্রমাণ করতে হয়।”
দলের সাফল্যের পাশাপাশি নিজের ভূমিকা নিয়েও আশাবাদী ওলমো। জানিয়েছেন, “দলগতভাবে গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি এবং ব্যক্তিগতভাবে আরও বেশি ম্যাচ খেলাই আমার লক্ষ্য।”
নতুন মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে শুক্রবার (১৬ আগস্ট) মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net