সোনারগাঁওয়ে বিকল্প সড়ক তলিয়ে যাওয়ায় মানুষ চলাচলে চরম ভোগান্তি

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১০:৩৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১০:৩৪:৩২ অপরাহ্ন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মোক্তার হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শাখা রোড মোগরাপাড়া চৌরাস্তা থেকে হোসেনপুর ভায়া হয়ে সম্ভপুরা গ্রামীণ সড়কে মঙ্গলেরগাঁও বটতলা নামে এলাকায় নতুন সেতু নির্মাণের জন্য পুরাতন সেতুটি ভেঙে ফেলায় ২০ গ্রামের মানুষ যাতায়াতের জন্য বিকল্প এ্যাপোচ সড়ক তৈরি করে। বর্ষা এবং বৃষ্টির কারণে সড়কটি তলিয়ে যায়। যার ফলে কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রায় ৫০ লাখ নারী-পুরুষের যাতায়াতের ব্যবস্থা জনদুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয় সরকারের প্রকৌশলী অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার গ্রাম ট্রাঙ্ক নামে সড়কের  মোগরাপাড়া থেকে হোসেনপুর  সড়কের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় সেতু নির্মাণের জন্য ২ কোটি ১৮ লাখ ১ হাজার ৭২২ টাকা ব্যয়ে মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটি কার্যাদেশ পায়। গত বছরের পহেলা সেপ্টেম্বর সেতুটির নির্মাণ কাজ শুরু করেন। চলতি  বছরের ৩১ আগস্টে নির্মাণের কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে ধীর গতিতে সেতু নির্মাণে মঙ্গলেরগাঁও, দুধগাটা, চর গোয়ালদী,  পাঁচানী, কাজিরগাঁও, চৌধুরীগাঁও, হোসেনপুর, তাতুয়াকান্দি, এলাহি নগরসহ প্রায় ২০ গ্রামের অর্ধ কোটি মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে। গত এক মাসে সড়কে  চলাচলরত অটোরিকশা,  সিএনজি উল্টে প্রায় শতাধিক নারী-পুরুষ এবং শিক্ষার্থী আহত হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net