সিলেটের জকিগঞ্জ ৮ গ্রাম থেকে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫৯:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫৯:২৪ পূর্বাহ্ন
সিলেট থেকে আবুল কাশেম রুমন সিলেটে গত শুক্রবার রাতে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. মাহমুদ আলী (৬৫)। গত ২ আগস্ট দুপুরের দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহমুদ আলী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বাদ জুম’আ তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। গত শনিবার সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানখেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। লাশের পাশে তার ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। এরপর মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় গ্রামজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার আলামত রয়েছে। ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net