সরাইলে ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যার ঘটনায় আটক ৩

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:০২:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:০২:৩১ পূর্বাহ্ন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মো. রাকিবুর রহমান রকিব সরাইলে ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে সরাইল থানার পুলিশ গত বৃহস্পতিবার সরাইল থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী মোছা. ইয়াছমিন আক্তার। আটককৃতরা হলেনÑ বর্ডার বাজার এলাকার হিরণ মিয়ার ছেলে, কাউছার (৩২), বাবুল মিয়ার ছেলে পারভেজ (৩৫) ও একই এলাকার সুমন (২৬)। বিভিন্ন সময় সরাইল থানাধীন কালিকচ্ছ নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত ও আটক করতে কাজ করছে সরাইল থানা পুলিশ। গ্রেফতারের কথা স্বীকার করে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন- কাউছার (৩২), পারভেজ এবং সুমন (২৬)। ওসি বলেন, ১৬৪ ধারা একজন জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে আটক করতে পুলিশ কাজ করছে। নিহতের পরিবার জানান, বর্ডার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী স্থানে পৌঁছলে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায় এবং সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ অর্থ ও মোবাইল নিয়ে যায়। পরবর্তীতে পথচারীদের একজন তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। এ সময় গুরুতর আহত মোস্তফা কামালকে স্বজনরা উদ্ধার করে প্রথমে সরাইল হাসপাতালে ও পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায়, কালিকচ্ছের বর্ডার বাজার ও বারজিবি পাড়ার মাদক ব্যবসায়ীসহ সুদি ব্যবসার একটি চক্র রয়েছে । তাদের ধারণা, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা নানা অপকর্মের সাথে জড়িত। হয়তো টাকার জন্যই খুন করেছে ব্যবসায়ী মোস্তফা কামালকে। এদিকে সরাইল উপজেলার কালিকচ্ছ বর্ডার বাজারের ব্যবসায়ী মোস্তফা কামালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট) বিকেলে বর্ডার বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানান।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net