ফেনীর মুছাপুর রেগুলেটর নদী ভাঙন রোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১১:২৬:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:২৬:২০ পূর্বাহ্ন
ফেনী থেকে মফিজুর রহমান ফেনী ও নোয়াখালীর ২০২৪ সালের বন্যায় মুছাপুর রেগুলেটরটি ভেঙে দিন দিন নদীভাঙনে সীমানা হারাতে বসা মুছাপুরে রেগুলেটরটি পুনঃনির্মাণের দাবিতে গত শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকায় বসবাসকারী সোনাগাজীবাসীদের সংগঠন ‘সোনাগাজী সমিতি ঢাকা’র উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে মুছাপুর রেগুলেটর টেকসইভাবে পুনঃনির্মাণ করে সোনাগাজীবাসীকে রক্ষা করতে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায়, সোনাগাজীবাসীকে সঙ্গে নিয়ে আরো বৃহৎ পরিসরে আন্দোলন করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যক্তা, সিআইপি, উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সোনাগাজী সমিতি ঢাকা’র সভাপতি মেসবাহ উদ্দিন কিসলু খান। উপস্থিত ছিলেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির সভাপতি ও সমিতির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি নাজমুল করিম দুলাল, সমিতির সহসভাপতি মাহবুবুল হক মিল্লাত, ব্রিগেডিয়ার গাজী আশরাফ হোসেন (অব.), মো. ইব্রাহিম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সালাহউদ্দিন শিমুল, সলিম উল্লাহ সেলিমল, শামসুদ্দিন খোকন চেয়ারম্যান। সুলতান মো. কামাল উদ্দিন, ইঞ্জি. নুর আলম সোহেল, কোষাধ্যক্ষ নুর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হাই পিএএ, আমির হোসেন জনি, শাহাদাত হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আকরাম হোসেন রিংকু, উপপ্রচার সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক ফারুক আহমেদ পাটোয়ারী, দফতর সম্পাদক নুরুল করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা সম্পাদক ওমর ফারুক, তথ্য সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য মাঈন উদ্দিন চিশতী, নুরুল হুদা সায়েম, মোশাররফ হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. মনির হোসেন, মো. ইছমাঈল, আলতাফ হোসেন, ফখরুল আবেদীন আরিফ, মো. শরীয়ত উল্লাহ, মো. মোস্তফা, সমিতির গুরুত্বপূর্ণ সদস্য রেজাউল বিল্লাহ শিমুল, সফদার হোসেন দিপু, মোহাম্মদ ইকবাল, সোহেল কামাল সিদ্দিক, চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ আলমগীর হোসেন চৌধুরী, অধ্যাপক ড. গোলাম রাব্বানী, কাষ্টমস কমিশনার এনামুল হক, বাংলা ভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net