
মীরসরাই (চট্টগ্রাম) থেকে আব্দুল মান্নান রানা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লেখক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও কালধারা প্রকাশনীর প্রকাশক শাহ আলম নিপু (৭৩)। গত ২ আগস্ট ভোরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ১ আগস্ট রাত ৮টার দিকে ঢাকায় রিকশাযোগে স্বজনের বাসায় যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোরে বীর মুক্তিযোদ্ধা নিপুর মৃত্যু হয়। শাহ আলম নিপু চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভুঁইয়া বাড়ির প্রয়াত মোহাম্মদ ওয়াজিউল্লাহর চতুর্থ ছেলে।
জীবদ্দশায় তিনি ছিলেন একাধারে লেখক, গবেষক, সমাজকর্মী ও সংস্কৃতিপ্রেমী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছাড়াও তিনি ছিলেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, সংগঠনটির চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি, মীরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রামের উপদেষ্টা, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, কালধারার প্রকাশক এবং মীরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গত শনিবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে প্রথম জানাজা এবং নিজ এলাকা মীরসরাইয়ের মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার পর তাঁকে দাফন করা হয়েছে।