
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে প্রবাস ফেরত স্ত্রীকে ঘরে রেখে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারল স্বামী। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মোন্তাজ উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, মারুফা আক্তার দীর্ঘদিন প্রবাসে থাকার পর প্রায় তিন বছর আগে দেশে ফেরেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মিজানুর রহমানকে বিয়ে করেন তিনি। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা অন্যত্র বসবাস করেন। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এটা নিয়ে সামাজিকভাবে বহু সালিস হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। শেষে এই পরিণতি হলো। নিহতের স্বজনরা জানান, মারুফা ও মিজানুর পাশাপাশি দুটি টিনশেড কক্ষে বসবাস করতেন। রাত আড়াইটার দিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা এগিয়ে যান। বাইরে থেকে ঘরটি তালাবদ্ধ দেখতে পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে বিছানাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। মারুফার পুড়ে যাওয়া নিথর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।